Murshidabad Politics বিজয়ার নামে বিভাজন! জেলা সভাপতি, চেয়ারম্যানকে নিশানা হুমায়ুন কবিরের

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Politics বড়ঞায় বিজয়া সম্মিলনী মঞ্চে দাঁড়িয়ে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে সঙ্গে নিয়ে দলেরই একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের দায়িত্বে থাকা নেতৃত্বদের বিরুদ্ধেই মূলত অভিযোগ করেন। নাম না করে এদিন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারকে উদ্দ্যেশ্য করে হুমায়ুন বলেন, ‘বিজয়ার নামে বিভাজনের রাজনীতির চেষ্টা করছেন? ভরতপুর, রেজিনগর, বড়ঞায় আপনার বাবার জমিদারী পেয়েছেন এটা?’

Murshidabad Politics জীবন সাহা বনাম ব্লক সহ সভাপতি মাহে আলমের দ্বৈরথ ফের প্রকাশ্যে আসে বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেস দক্ষিনের ডাকা বিজয়া সম্মিলনীতে। যেখানে ডাক পান নি স্থানীয় বিধায়ক। দলের সাংগঠনিক কাজে থাকবেন না বিধায়ক- রাজ্যের নির্দেশ আছে- সম্মিলনী মঞ্চ থেকে এমনই মন্তব্য করেন মাহে আলম। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীও পাশে থাকেন মাহের। বলেন, বিধায়ক পদে থাকলেও দলের কোন সাংগঠনিক কাজে থাকবেন না , এটা রাজ্যের নির্দেশ। সেই প্রসঙ্গ টেনেই বুধবারের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে হুমায়ুন বলেন, ‘ বিধায়ক মানুষের দ্বারা নির্বাচিত জন প্রতিনিধি, তাঁকে এভাবে অসম্মান করার স্পর্ধা পায় কোথা থেকে?’ আরও বলেন, ‘ বিধায়কের সাংগঠনিক কাজ কর্মের নিষেধ আছে যারা বলছে, কোথা থেকে নিষেধ এল? জীবন সাহার অপরাধ টা কী? সিবিআই তদন্ত হয়েছে, গ্রেপ্তার হয়েছেন, জামিন পেয়েছেন, আন্ডার ট্রায়াল কাউকে অপরাধি বলা যায় না।’

Murshidabad Politics দলের নেতাদের বিরুদ্ধে এর আগেও ক্ষোভ উগড়েছেন হুমায়ুন কবির। এবার জীবন কৃষ্ণ সাহাকে পাশে নিয়ে ফের তোপ দাগলেন। হুমায়ুনের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে যদিও বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও চেয়ারম্যানের কোন প্রতিক্রিয়া মেলে নি।