কান্দিতে শুরু জেলা সবলা মেলা

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ কান্দিতে শুরু হল জেলা সবলা মেলা। মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন মেলার উদ্বোধনে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিবুর রহমান, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, ভরতপুরের বিধায়ক হুমায়ন কবির সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা।

অর্থনৈতিক দিক থেকে জেলার মহিলাদের সাবলম্বী করে তুলতেই এই মেলা। মেলার উদ্বোধন করে মন্ত্রী বলেন, শুধু মেয়েরা নয় ছেলেদেরও স্বনির্ভর করার কথা বলেনে তিনি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা তাঁদের তৈরি জিনিস নিয়ে মেলায় স্টল দিয়েছেন। মেলায় ভিড় হচ্ছে। জেলার মেয়েরা এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক ভাবে।

কান্দির হ্যালিফক্স ময়দানে সাতদিন ধরে চলবে এই মেলা। মেলায় রয়েছে ৩৮টি স্টল। যেখানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের তৈরি নানান বস্ত্র থেকে হস্ত শিল্পের কাজ প্রদর্শিত হচ্ছে। হ্যান্ডব্যাগ থেকে শুরু করে চাদর, শাড়ি সব কিছুই বিক্রি হচ্ছে এই মেলায়।