District Review Meeting পঞ্চায়েতের উন্নয়ন কোন পথে? মুর্শিদাবাদে রিভিউ মিটিং , এলেন মন্ত্রী। কটাক্ষ বিরোধীদের

Published By: Imagine Desk | Published On:

District Review Meeting  মুর্শিদাবাদ জেলা পরিষদ এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গত এক বছরে মুর্শিদাবাদ জেলায় কী কী কাজ হল? কোন পথে পঞ্চায়েত! কেমন হচ্ছে কাজকর্ম? কোথায় সমস্যা? পঞ্চায়েত ও গ্রামীণ এলাকার উন্নয়ন নিয়ে মুর্শিদাবাদ জেলা রিভিউ মিটিং হল বৃহস্পতিবার। অংশ নিলেন মুর্শিদাবাদ জেলার ২৫০ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, ২৬ টি পঞ্চায়েত সমিতির সভাপতিরা। নতুন বছরের শুরুতেই বহরমপুর রবীন্দ্রসদনে পর্যালোচনা বৈঠক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের। রিভিউ মিটিং এ এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। পঞ্চায়েতে কাজ নিয়ে শুনলেন সুবিধা, অসুবিধার কথা। আলোচনায় উঠে এল বাংলার বাড়ি প্রকল্প ও অন্যান্য প্রকল্পের কথাও।

District Review Meeting পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রী বলেন-

District Review Meeting মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার   বলেন ” সকলের সঙ্গে কথা হল। ছোটখাটো সমস্যাগুলো আমরা এখানেই নিরসন করতে পারি, জেলা প্রশাসনের মাধ্যমে সেগুলো এখানেই অনুরোধ করেছি সমাধান করা হবে। মূল ব্যাপার ছিল যেগুলো কাজ আরেকটু গতিময় হলে আমরা আমাদের যে লক্ষ্য সেগুলো সম্পূর্ণ করতে পারব এই আর্থিক বর্ষে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। খুব ভালো পরিবেশে এবং ভালো ভাবে আমরা এই আলোচনা করতে পেরেছে। গুরুত্বপূর্ণ ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে সেগুলো নিয়ে সুষ্ঠভাবে আলোচনা হয়েছে। কাজে যেসব অসুবিধা হচ্ছে সেগুলোও আমরা শুনেছি”।

District Review Meeting এদিন বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা সহ প্রশাসনিক কর্তাব্যক্তি, ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা।

District Review Meeting যদিও এদিনের সভা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধীরা-

District Review Meeting বিরোধীদের প্রশ্নে উঠে আসে একাধিক অভিযোগ। সরব হন মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেস দলনেতা আব্দুল লাহিল কাফি, সদস্য তহিদুর রহমান ( সুমন)। তাদের দাবী- মুর্শিদাবাদ জেলা পরিষদে সাধারন সভা হচ্ছে না, মুর্শিদাবাদে উন্নয়নে কোটি কোটি টাকা আটকে! উন্নয়ন স্তব্ধ! কৃষক, শ্রমিকদের দাবী ব্রাতই থাকল পর্যালোচনা বৈঠকে! মন্ত্রীর বক্তব্যে কোন প্রসঙ্গই স্থান পেল না, পরিবর্তে সরকারী প্রকল্পের গুণগানই গাইলেন মন্ত্রী! মুর্শিদাবাদের উন্নয়ন নিয়েই তুঙ্গে উঠেছে তরজা।