আত্মনির্ভর ভারত , আমরা কোন পথে ? সুনীতি কুমার বিশ্বাস স্মরণে আলোচনা বহরমপুরে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে কোন পথে চলছে  দেশ ? আদৌ এগিয়ে যাচ্ছে দেশ ? বিজ্ঞান ও প্রযুক্তির চর্চায় কতোটা নজর রয়েছে সরকারের ? এই আলোচনাই উঠে এল বহরমপুরে সুনীতি কুমার বিশ্বাস স্মারক বক্তৃতায়। স্মরণসভায় এদিন  বিজ্ঞান আন্দোলনের অন্যতম কর্মী প্রয়াত সুনীতি কুমার বিশ্বাসকে শ্রদ্ধা জানান বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যরা । ২০২১ সালের  মে মাসে প্রয়াত হন সুনীতি কুমার বিশ্বাস। তাঁর জন্ম দিবস অক্টোবর মাসে, জন্মমাসে তাঁকে স্মরণ করতে অক্টোবর মাসে বিভিন্ন কর্মসূচী পালন করে বিজ্ঞান মঞ্চের সদস্যরা। শনিবার সুনীতি কুমার বিশ্বাস স্মারক বক্তৃতার আয়োজন করা হল বহরমপুর স্টুডেন্ট হেলথ হোমে। স্বাধীনতার ৭৫ বছরে আত্মনির্ভর ভারত , আমরা কোন পথে বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা করেন যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য অধ্যাপক ডঃ সিদ্ধার্থ দত্ত। বাজেটে বিজ্ঞান ও শিক্ষায় ব্যয় বরাদ্দ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।