মুর্শিদাবাদের সভা থেকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি দিলীপের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দিন ঘোষণা হয়েছে পঞ্চায়েত ভোটের। এদিনই মুর্শিদাবাদের সাটুই অঞ্চলে সভা করে বিজেপি। সভার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ  দিলীপ বলেন, “আমরাও চাই কেন্দ্রীয় বাহিনী হোক। সাধারণ মানুষ সাহস পাবে। নাহলে পঞ্চায়েতে যেভাবে হিংসা হয় ঠিকমতো ভোট হতে পারবে না”। দিলীপ আরও বলেন, “রাজ্যের জনগণের রাজ্য পুলিশের উপর ভরসা নেই। তাই খুন খারাপি হলে সবাই সিবিআই চায়”।

বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ। নির্বাচন কমিশনার জানিয়েছেন,  ৯ জুন অর্থাৎ কাল  থেকেই  মনোনয়ন জমা শুরু হবে । ১৫ জুন অবধি  মনোনয়ন জমা করা যাবে ।  মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২০ জুন পর্যন্ত।  নির্বাচন  কমিশন সূত্রে খবর , আগামী ১১ জুলাই গণনা হতে পারে ভোট গণনা।

নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছে বিজেপিরা। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজীব সিংহ বলেন, ‘‘রাজ্য পুলিশের উপর ভরসা রাখা উচিত। আমাদের উপর আস্থা রাখুন। প্রস্তুতিতে কোনও গাফিলতি থাকবে না। রাজ্য সরকারি কর্মচারীদের বলব আস্থা রাখতে।’’