নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ দীপাবলীর পরে জেলায় এলেন বিজেপি’র জাতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার বিকেলে কান্দির পাখমাড়ার ডোব এলাকায় আসেন তিনি। এখানে এসে প্রথমে স্থানীয় একটি কালী মন্দিরে যান। তারপর সেখানেই জনসভা করেন। সেই জনসভা থেকে ২৪-এর লোকসভা ভোটকে টার্গেট করেন দিলীপ ঘোষ। তৃণমূলকে নিশানা করে করে বলেন আগে নিজের পায়ে দাঁড়াক। এছাড়াও সিপিএম কংগ্রেসকেও দুষতে ছাড়েননি বিজেপি নেতা।
কান্দির এই জনসভা থেকে বিজেপির জাতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ বলেন, ” ২০২৪-এ লোকসভা ভোট এতদিন আপনারা কংগ্রেসকে জিতিয়ে এসেছেন, সিপিআইএম-তৃণমূল কংগ্রেসকেও কোথাও কোথাও জিতিয়ে এসেছেন। তার বিনিময়ে কী পেয়েছেন? পশ্চিমবাংলা কেন পিছিয়ে যাচ্ছে? কেনই বা এত খুন হচ্ছে? ছেলে-মেয়ের চাকরি নেই। মহিলাদের সুরক্ষা নেই। এইসবের পরিবর্তন কীভাবে আসবে? একমাত্র বিজেপি ক্ষমতায় আসলে। যেখানে যেখানে বিজেপি আছে সেখানেই উন্নয়ন।” এই মঞ্ছ থেকে তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, “গতবারও প্রধানমন্ত্রী হতে গিয়েছিলেন মমতা ব্যনার্জী, কী হল ১২টি সিট কমে গেল। এবং পাশপাশি কংগ্রেস হাফ ও সিপিআইএম সাফ।”