মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুরে চায়ে চুমুক দিয়ে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এদিন চায়ে পে চর্চা হয় বহরমপুরের মনীন্দ্রনগর বাজারে। তার আগে এদিন সকালে বহরমপুরে মর্নিং ওয়াক সারেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ মহাশয় । সাথে ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সভাপতি শাখারভ সরকার ।
মনীন্দ্রনগর বাজারে সভায় দিলীপ ঘোষ বলেন, লটারি কেলেংকারি হচ্ছে রাজ্যে। রোজ নতুন নতুন লটারি আসছে । সব লটারির ফার্স্ট প্রাইজ পাচ্ছেন তৃণমূল নেতারা। এভাবেই কালো টাকা সাদা করা হচ্ছে। কয়লা পাচার, গরু পাচারের টাকা সাদা হচ্ছে।
পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করেন দিলীপ ঘোষ। দিলীপ বলেন, এখানে পঞ্চায়েতের মাধ্যমেই উন্নয়ন হয়। দিল্লি থেকে টাকা আসে। পঞ্চায়েত চোরের আড্ডা হলে কীকরে রাস্তাঘাট হবে ? কী করে উন্নয়ন হবে ? চুরির আখড়া পঞ্চায়েত। পঞ্চায়েত দুর্নীতিমুক্ত না হলে, সাধারণ মানুষ পরিষেবা পাবেন না।