এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Digha Jagannath Mandir দিঘার জগন্নাথধামের প্রসাদ বিতরণ শুরু মুর্শিদাবাদের এই ব্লকে

Published on: June 20, 2025
Digha Jagannath Mandir

Digha Jagannath Mandir রথের আগেই ঘরে ঘরে পৌঁছে গেল দিঘার জগন্নাথধামের প্রসাদ! মুর্শিদাবাদের কোথায় এল জগন্নাথধামের প্রসাদ? শুক্রবার দুপুরে তৎপরতা থাকে তুঙ্গে। থরে থরে সাজানো প্যাকেট। যত্ন সহকারে ভেতরে রাখা প্যাড়া, গজা এবং দিঘার জগন্নাথধামের ছবি। হরিহরপাড়া ব্লকে শুরু হল মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি। শুক্রবার দুপুরে হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে রেশন ডিলারদের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয়।  ফুড অ্যান্ড সাপ্লাই সাব ইনস্পেক্টর তাপসী দাস জানান, হরিহরপাড়ার জন্য এসেছে ২০ হাজার প্যাকেট। বিতরণের প্রথম দিনে ৬,৫০০ প্যাকেট তুলে দেওয়া হয় নির্বাচিত ২০ জন রেশন ডিলারের হাতে। আজকেই এই প্রসাদ পেয়ে যাবেন ইচ্ছুকরা। ঘরে ঘরে পৌঁছে যাবে প্রসাদ।

Digha Jagannath Mandir পশ্চিমবঙ্গ সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্পের মাধ্যমে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, প্রসাদ নেওয়ার জন্য রেশন কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। হরিহরপাড়া ব্লকের বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে। হরিহরপাড়ার এম আর ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহম্মদ বাবর আলী খান জানান, জগন্নাথধামের প্রসাদ পেয়ে খুশি সকলেই। ইচ্ছুক ব্যক্তিদের হাতে প্রসাদ তুলে দেওয়া হবে।  নিষ্ঠার সাথে জগন্নাথধামের প্রসাদ  বিলির নির্দেশ দেওয়া হয়েছে। এদিন গ্রামে গ্রামে দেখা যায় উৎসবের ছবি। প্রসাদের প্যাকেট পাড়ায় পাড়ায় পৌঁছতেই ঢাক, ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now