Berhampore flower market আজ কালী পুজো। এই দিনটিতে অন্যান্য ফুলের তুলনায় জবা ফুল ও জবার মালার চাহিদা থাকে সবচেয়ে বেশি । এবছরেও কিন্তু বিন্দুমাত্র ব্যতিক্রম হল না। কথায় বলে যার কেউ নেই তাঁর ‘মা’ আছেন। এমনিতে দেবী অল্পতেই সন্তুষ্ট। দেবীর পুজোয় আর কিছু লাগুক না লাগুক, জবা ফুল লাগবেই। রক্ত জবা উৎসর্গ করা হয় দেবীর পুজোয়। মায়ের পায়ে জবা দিতে হবে, বৃহস্পতিবার সকাল থেকেই বহরমপুরের ফুলের দোকানগুলিতে ভিড়।
Berhampore flower market জবা ফুলের মালা ( Hibiscus flower) তৈরি করতে ব্যস্ত দোকানের কর্মীরা। কত দাম জবার? ফুল ব্যবসায়ীরা বলছেন, জবা ফুলের মালার চাহদা যেমন আছে, তেমনই দামও বেড়েছে। শ প্রতি ১৫০ টাকা। ১০৮ টা ফুলের মালা নিলে ২০০ থেকে ২৫০ টাকা। বহরমপুরের পাইকারি ফুলের বাজারের ব্যবসায়ী রঞ্জন দাস জানান, কালী পুজো মানেই জবা ফুল। সকাল থেকেই বেচাকেনা চলে। বেলা গড়িয়ে বিকেল সন্ধ্যেতেও ফুলের মালার চাহিদা থাকে। বিক্রিও ভালোই হয়েছে। এবছর ১০৮ টা জবা ফুলের মালার বিপুল দাম। ব্যবসায়ী বিজয় রানা বলছেন, দুর্গাপুজো এবং লক্ষীপুজোয় সব ফুলের দাম ছিল আকাশছোঁয়া। কালী পুজোতেও দাম বেড়েছে জবা ফুলের।
জবার সাথে পদ্ম এবং গাঁদারও চাহিদা রয়েছে। ফুলের দাম বাড়লেও বাজারে ক্রেতাদের চাহিদা বেশি থাকায় স্বস্তিতে ব্যবসায়ীরা।
Berhampore flower market বছরের অন্যান্য সময়ে পাইকারি বাজারে জবা ফুল বিক্রি হয় ৮০ টাকা থেকে ৯০ টাকা প্রতি শ’ দরে। কালী পুজোয় জবা ফুলের দাম বাড়লেও বেশি দামেই কিনছেন ক্রেতারা।
কেন এতটা দাম বাড়ল? ব্যবসায়ীরা জানান, কালী পুজো উপলক্ষেই দাম উর্ধমুখী। তাছাড়া খারাপ আবহাওয়া, নিম্নচাপের জেরেও ক্ষতি হয়েছে ফুল চাষে। প্রভাব পড়েছে পাইকারি ফুলের বাজারে।