DIARRHOEA NEWS বর্ষায় ডায়েরিয়া থেকে বাঁচবেন কীভাবে ?

Published By: Madhyabanga News | Published On:

DIARRHOEA NEWS বর্ষা মানেই সারা দিন বৃষ্টি, জমা জল। বর্ষাকালে এসবের মাঝে ভোগান্তির অন্যতম কারণ নানা অসুখ-বিসুখ। ঠান্ডা লাগা, জ্বর ছাড়াও এই সময় পেটের নানা সমস্যা, হজমের গোলমাল দেখা দিতে পারে ডায়েরিয়া। ঠিক সময়ে সতর্ক না হলে ডায়েরিয়া (DIARRHOEA NEWS) পর্যন্ত হতে পারে। বর্ষাকালে সুস্থ থাকতে খাওয়া দাওয়ার উপর নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

বর্ষায় হজম সংক্রান্ত সমস্যা বা লুজ মোশনের মতো সমস্যা সাধারণত ব্যাকটিরিয়া ঘটিত। তবে কারও এই ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি হাসপাতালে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। মূলত জলপানে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে জলবাহিত এই অসুখ থেকে নিজেকে রক্ষা করতে মেনে চলতেই হবে স্বাস্থ্যকর অভ্যাস।