Dhurandhar Berhampore গল্পের পরতে পরতে মোচড়। রহস্য। রোমাঞ্চ। পাকিস্তানের ঘটনা। ভারতীয় গোয়েন্দার অপারেশন। অ্যাকশন থ্রিলার। আর তার সঙ্গে অনেক দিন পরে কামব্যাক বলিউড অভিনেতা রণবীর সিংয়ের। দর্শকদের উন্মাদনা তুঙ্গে। আগাম বুকিংয়েই ঝড় তোলে ‘ধুরন্ধর’ (Dhurandhar) সিনেমা। শুক্রবার দেশ জুড়ে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বহরমপুরেও মুক্তি পেল বলিউড সিনেমা ধুরন্ধর। বহরমপুর (Berhampore) শহরের দুই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিন ঘণ্টার বেশি সময়ের এই সিনেমা। বিকেল গড়াতে না গড়াতে দেশে সাড়ে ৮ কোটি রোজগার করে ফেলেছে এই বলিউড সিনেমা। এখনও দিনের বাকি সময় পড়ে। একটি প্রতিষ্ঠিত অনলাইন সিনেমা বুক করার প্ল্যাটফর্মে এক ঘণ্টায় সাড়ে ১২ হাজার বুকিং হয়েছে।

আরও পড়ুনঃ Raktabeej 2 (2025) – “রক্তবীজ ২” এর গ্র্যান্ড প্রমোশনে শহর Berhampore এ অঙ্কুশ- কৌশানী
Dhurandhar Berhampore Dhurandhar জ্যোতি দেশপাণ্ডে, আদিত্য ধর এবং লোকেশ ধর প্রযোজিত ‘ ধুরন্ধর ‘ সিনেমার চার মিনিট আট সেকেন্ডের ট্রেলার আঠারো নভেম্বর লঞ্চ করে। ধুরন্ধরের ট্রেলার মুক্তি পাওয়ার পরই ইউটিউব ও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মাত্র কয়েক ঘণ্টায় তা উল্লেখযোগ্য ‘ভিউ’ ছুঁয়ে ফেলে। পাঁচ কোটির বেশি মানুষ দেখে নিয়েছেন ট্রেলার। ট্রেলার দেখে উত্তেজনা তুঙ্গে ছিল দর্শকের। জিও স্টুডিও এবং বি৬২ প্রযোজিত এই সিনেমায় আছেন সঞ্জয় দত্ত, রণবীর সিং, সারা অর্জুন, আর মাধবন, অক্ষয় খান্না সহ আরও অনেককে। এটা একটা একশন থ্রিলার সিনেমা যা আদিত্য ধর দ্বারা রচিত, পরিচালিত, ও সহ – প্রযোজিত। বলিউডে গুপ্তচর-ভিত্তিক থ্রিলার ছবি নতুন কিছু নয়। কিন্তু ‘ধুরন্ধর’ মুক্তির পর দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে — গল্প বলা, নির্মাণশৈলী এবং রণবীর সিংয়ের অনবদ্য অভিনয়।
Dhurandhar Berhampore Dhurandhar দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পাওয়া এই ছবি এ বছরের শেষে বক্স অফিসে বড় চমক তৈরি করেছে। ক্রিসমাস এবার জমজমাট তা আর বলার অপেক্ষা রাখে না । এই সিনেমাটা ‘RAW’ এর বাস্তব একটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। মুক্তির সঙ্গে সঙ্গেই এটি আলোচনায় এসেছে। যেখানে সমালোচকরা এর তীব্র অ্যাকশন ও দেশাত্মবোধক কাহিনীর প্রশংসা করেছেন। এখানে মুখ্য চরিত্রে সারা, অর্জুন এর সঙ্গে রণবীর।
Dhurandhar Berhampore Dhurandhar সিনেমা দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। রণবীর কাপুরের অভিনয় – অ্যাকশন সিন – ‘ফেসিয়াল মুভমেন্ট’ এখানে এক কথায় অনবদ্য। হবে নাই বা কেন কামব্যাক সিনেমা বলে কথা। একটা লম্বা সময় পর রণবীর সিং এর ছবি নিয়ে দর্শক মহলে এতো উন্মাদনা তৈরি হয়েছে। এছাড়া প্রতিটি সিন এর সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) , ও অন্যান্য সাউন্ড অতুলনীয়। ধুরন্ধর -এ মিউজিক ডিরেক্টর হিসেবে আমরা দেখতে পাই শাশ্বত সচদেবকে। ধুরন্ধরের চিত্রগ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয়।
Dhurandhar Berhampore Dhurandhar অ্যাকশন দৃশ্যগুলো বাস্তবধর্মী এবং আধুনিক টেকনিক ব্যবহার করে নির্মাণ করা হয়েছে। রোমাঞ্চ, গুলি, ধাওয়া – সব মিলিয়ে বলিউডে স্পাই-অ্যাকশন ঘরানার ভিজ্যুয়াল পরিবেশন আরেক ধাপ এগিয়েছে । তিন ঘণ্টারও বেশি স্পাই থ্রিলার ঘরানার এই সিনেমাটি একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে হচ্ছে । সেন্সর বোর্ড অফ ইন্ডিয়া এই সিনেমাটি কে এ ( ‘ A ‘) সার্টিফিকেট দিয়েছে। ছবিতে পাকিস্তানের লিয়ারি উপত্যকার কাহিনি।
Dhurandhar Berhampore ধ্রুব রাঠির সমালোচনা
Dhurandhar Berhampore রণবীর সিং ‘ছবিতে’ ভারতীয় গোয়েন্দা সংস্থার এক ঠান্ডা মাথার অপারেটরের ভূমিকায় অভিনয় করেছেন। যেখানে রণবীরের চরিত্র জঙ্গি ও অপরাধী চক্রের মোকাবিলা করে। গুপ্তচরবৃত্তি, ছদ্মবেশ এবং মানসিক কৌশল এই মিশনের মূল অংশ। যদিও সোশ্যাল মিডিয়া জনপ্রিয় ইনফ্লুয়েন্সার (Influencer) ধ্রুব রাঠি ট্রেলার এর দৃশ্যগুলি দেখে সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রেলার সম্পর্কে তাঁর মতামত শেয়ার করেছেন। তিনি মন্তব্য করেছেন যে চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধর বলিউডে যা গ্রহণযোগ্য বলে মনে করা হয় তার বাইরে চলে গিয়েছেন, চরম মন্দের সীমা অতিক্রম করেছেন। রাঠি উল্লেখ করেছেন যে ট্রেলারটিতে প্রচুর হিংসাত্মক কাজ, নৃশংস নির্যাতন এবং গ্রাফিক দৃশ্য দেখানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, জঙ্গিদের হত্যার চিত্রায়ন, অন্যান্য হিংসার ঘটনা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে রক্তপাত এবং হিংসার দৃশ্যগুলি দর্শকদের কাছে কেবল বিনোদন হিসাবে দেখানো হচ্ছে।















