Dhulian News রাস্তার ধারে ল্যাম্পপোস্টে ঠেস দিয়ে রাখা ছিল সাইকেল। সেই সাইকেল ছুঁতেই সব শেষ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে ধূলিয়ানে। মৃত কিশোরের নাম আবু হাসান ( ১৩)। বৃষ্টির কারণেই এই ঘটনা বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ুনঃ Samserganj সাংবাদিকের ছদ্মবেশে জালনোটের কারবার! হাত বদলের আগেই ধুলিয়ানে গ্রেফতার
Dhulian News কীভাবে ঘটল ?
জানা গিয়েছে, ফরাক্কার Farakka মহাদেবনগর এলাকার বাসিন্দা আবুল হাসান (১৩) ধূলিয়ান হাইমাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। পাশাপাশি পড়াশোনার ফাঁকে ধুলিয়ানের একটি সাইকেলের দোকানে কাজ করত সে । প্রতিদিনের মতো শুক্রবার দোকানে কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল।
Dhulian News সাইকেল ছুঁতেই সব শেষ
বৃষ্টি কমতেই নিজের সাইকেল আনতে যায়। সাইকেল ছিল ল্যাম্পপোস্টের সঙ্গে ঠেস দেওয়া। সাইকেল ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ধূলিয়ান হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।









