শহরের রাজপথে মিছিল, প্রশাসনিক ভবনে ডেপুটেশন ICDS কর্মীদের ।

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মিলছে না সবজি, জ্বালানির বকেয়া টাকা। আই.সি.ডি.এস কর্মী সহায়িকাদের বিভিন্ন দাবী নিয়ে জেলা প্রকল্প আধিকারিককে স্মারকলিপি প্রদান করল সারা বাংলা অঙ্গনওয়াড়ী ও সহায়িকা কর্মী সমিতি। গত কয়েক মাস থেকে বকেয়া রয়েছে জ্বালানি ও সব্জি বিলের টাকা, এছাড়াও রয়েছে বিভিন্ন সমস্যা।

শুক্রবার সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে অঙ্গনওয়ারী কর্মী সহায়িকাদের সরকারী কর্মচারীর স্বীকৃতি, অবসরের পর কর্মী ও সহায়িকাদের নূন্যতম পেনশন চালু, জ্বালানি ও সবজি বিলের টাকা বাড়ানো ও প্রতিমাসে বিল পরিশোধ, আইসিডিএস কেন্দ্র পরিচালনার জন্য যাবতীয় সরঞ্জাম প্রজেক্ট অফিস থেকে নিয়মিত সরবরাহ করা সহ মোট ১০ দফা দাবীতে এদিন স্মারকলিপি প্রদান করা হয়।

এদিন দুপুরে বহরমপুরে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন অঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকারা। দাবি পূরন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান অঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকারা।