Dengue: বহরমপুরে ডেঙ্গি সামলাতে প্রচারে পৌরসভা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি আক্রান্ত হয়ে বহু রোগী চিকিৎসাধীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এই পরিস্থিতিতে বহরমপুর পৌরসভার ২৮ টি ওয়ার্ডেই ডেঙ্গি প্রতিরোধে কোমর বেঁধে নেমেছে বহরমপুর পৌরসভা । বিভিন্ন ওয়ার্ডে চলছে সচেতনামূলক অভিযান কর্মসূচি।

বুধবার সকালে কাশিমবাজার ১ নম্বর ও ২ নম্বর জোনে হয় ডেঙ্গি সচেতনতামূলক অভিযান । সচেতনতার বার্তা দিতে এলাকায় পদযাত্রা করে ডেঙ্গি প্রতিরোধে কী কী কণনীয়, কী করা উচিৎ নয় – মাইকিং এর মাধ্যমে এলাকায় ঘুরে প্রচার অভিযানে সামিল ওয়ার্ডের কাউন্সিলর, পৌর কর্মকর্তারা । কোথাও জল জমে থাকলে জল নিষ্কাশন এবং কীটনাশক স্প্রে করা হয় এদিন পৌর কর্তাদের তত্ত্বাবধানে। মশা বাহিত জ্বর জ্বালা অসুখ থেকে পৌর বাসিন্দাদের সুরক্ষিত রাখতে বিশেষ পদক্ষেপ বলে জানান পৌর কর্মকর্তা।