মধ্যবঙ্গ নিউজঃ এবার ফের মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হল সুতির দফাহাটের বাসিন্দা আরতি সাহার । জানা গিয়েছে, বছর ৫০ এর আরতি সাহা গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। ছিল ব্যাথাও। শুক্রবার তাঁকে মহিষাইল হাসপাতালে ভর্তি করা হয় । রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গি ধরা পড়ে। রবিবার তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাতেই সেখানে তাঁর মৃত্যু হয় । ডেঙ্গিতে মৃত্যুর ঘটনায় কার্যত আতঙ্কে স্থানীয়রা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় অনেকেই জ্বরে আক্রান্ত। ছড়াচ্ছে ডেঙ্গির আশঙ্কা।