Dengu: ডেঙ্গু ঠেকাতে পাড়ায় পাড়ায় প্রচারে নামবে স্কুল পড়ুয়ারা, নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযান

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ‘রুখতে গেলে ডেঙ্গু, পরিষ্কার রাখুন চারপাশ’-স্লোগান দিতে দিতে হাতে বিভিন্ন প্লাকার্ড নিয়ে পড়ুয়ারা এল। উপলক্ষ নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিয়ান। স্থান, বহরমপুরে জেলাশাসকের কার্যালয়। পরিস্কার পরিচ্ছনতার পাশাপাশি এবার ডেঙ্গু আটকাতেও ওই অভিযান কর্মসুচিতে এলাকায় সচেতনতা প্রচার করবে স্কুল পড়ূয়ারা। যার সূচনা হল। মুর্শিদাবাদ জেলায় গ্রামাঞ্চলেও বাড়ছে মশাবাহিত ডেঙ্গু রোগ । অনেকে হাসপাতালে ভর্তি। এবার সাধারণ নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযানে কোথাও যাতে জল না জমে এলাকায় গিয়ে ডেঙ্গু আটকাতে সেই বার্তা দেবে পড়ুয়ারা।স্কুলগুলি সেই কর্মসুচি নিচ্ছে বলে একাধিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন। বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে জেলাজুড়ে ১৫ দিন ব্যাপী নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযানের সূচনা হল। এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুমন্ত সহায়। ছিলেন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলির পরিদর্শক। ওই কর্মসূচির মাধ্যমে ছাত্র ছাত্রীরা এলাকায় মানুষকে পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করবে। অনুষ্ঠানের সূচনায় সুমন্তবাবু বলেন, ছাত্ররা আমাদের সম্পদ। এখন থেকে তাদের বোঝাতে হবে কী করলে তাদের ভালো হবে।

মহাকালী পাঠশালা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিণ মণ্ডল বলেন, আমাদের একটা অর্ডার এসেছে, প্রতিটা স্কুলে পড়াশুনো ছাড়াও পড়ূয়ারা এই ভুমিকা পালন করবে। কীভাবে বিদ্যালয়কে নির্মল রাখা যায়, ডেঙ্গুর জল যাতে না জমে, মাঠে ঘাটে যাতে মল, মূত্র না ত্যাগ করে, মশারি টাঙ্গিয়ে ঘুমোয় সেই বিষয়ে মানুষকে সচেতন করা হবে। কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের (প্রাথমিক) প্রধান শিক্ষক দুলালচন্দ্র ঘোষ বলেন, দূষণ মুক্ত পরিবেশ গড়ার লক্ষে এখানে এসেছি । যেখানে বাস করছি সেটা যাতে বসবাসের যোগ্য করে তুলতে পারি।জল জমে থাকার বিষয়ে বিগত দিনেও সচেতন করেছি।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বহরমপুর শহরের দুটি স্কুলের ছাত্র ছাত্রীরা।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বহরমপুর শহরের দুটি স্কুলের ছাত্র ছাত্রীরা। এদিন পড়ূয়ারা সেখানে শপথ নেয়, নিজেদের বিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখব। চারপাশকে পরিচ্ছন্ন রাখব, খাবার জল স্বাস্থ্য সম্মতভাবে বিদ্যালয়ে, বাড়িতে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবেশন করবো । সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়, বিদ্যালয় সংলগ্ন গ্রাম, জেলা, রাজ্য নির্মল হবে।