নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ ইতিমধ্যেই অফিস কামাই করে বহু সরকারি কর্মীরা ডিএ-এর দাবিতে রাজ্যের প্রাণ কেন্দ্র কলকাতা সহ বিভিন্ন প্রান্তে নিজেদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং সেই প্রতিবাদ আজ ২৯৯ দিনে পা রাখল অর্থাৎ প্রায় ১ বছর। কিন্তু এখনও পর্যন্ত কোনরকমের সুরাহা মেলেনি এই সমস্ত সরকারি কর্মীদের। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সরকারি কর্মীদের একাংশ। ইতিমধ্যেই একাধিক সংগঠন যৌথভাবে গড়ে তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ।
সেই একই বিক্ষোভ মঞ্চ আজ দেখা গেল বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে। এই মঞ্চ থেকেই দাবি তোলা হয় বিভিন্ন প্রশাসনিক দপ্তর এবং স্কুল-মাদ্রাসাগুলিতে যে শুন্যপদগুলি রয়েছে সেগুলি পূর্ণ করা। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকার দ্বারা তৈরি শিক্ষানীতি বাতিল করার। এই সমস্ত দাবি নিয়ে মুর্শিদাবাদের সরকারি কর্মচারী থেকে শিক্ষক-শিক্ষাকর্মীরা যৌথভাবে বৃহস্পতিবার প্রতিবাদ সভা করেন।