অভিশপ্ত শনিবার, শোকস্তব্ধ ডোমকল ও রানীতলা
নিজস্ব প্রতিবেদনঃ বেঙ্গালুরুতে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সাত পরিযায়ী শ্রমিকের আগুনে পুড়ে মৃত্যুর ঘটনার পর এবার সেখানে এক নির্মাণ শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হল। তিন রাজ্যে কাজে গিয়ে একই দিনে পৃথক ঘটনায় এই জেলার তিন পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) মৃত্যু। শোকের ছায়া নেমে এসেছে ডোমকল ও রানীতলা এলাকায়। কেরালা, বেঙ্গালুরু ও মহারাষ্ট্র — তিন রাজ্যে আলাদা ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন নির্মাণ শ্রমিক। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ডোমকলের সারাংপুর এলাকার বাসিন্দা রকিবুল সেখ (৩৭) কেরালায় নির্মাণ কাজে যুক্ত ছিলেন। প্রায় সাতদিন আগে একটি বহুতলে নির্মাণ কাজের ‘ভারা’ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ Migrant Worker Body: ফের পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল সৌদি থেকে
ডোমকলেরই সারংপুরেই আরেক শ্রমিক হুসানই সেখ (২০) বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। শনিবার সকালে কর্মস্থলের ভিতরেই তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেন সহকর্মীরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Murshidabad Labour Demise এদিকে, রানীতলা থানার বিডিও অফিসপাড়ার বাসিন্দা মো. রেজুয়ান (৪০) মহারাষ্ট্রের নাসিকে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন প্রায় মাস দেড়েক আগে। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। শনিবার সকালে কর্মস্থলে শরীর খারাপ হলে সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। তিনজনেরই মৃতদেহ মুর্শিদাবাদে ফেরার কথা আজ, রবিবার। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক আসিফ ফারুক এদিন জানিয়েছেন, তিন রকম ঘটনায় তিনটি মৃত্যু। একটি অসুস্থতা, একটি দুর্ঘটনা, একটি অস্বাভাবিক মৃত্যু। চাইব সরকার পাশে দাঁড়াক। সুরক্ষা বিধি মানা হচ্ছে না। কোম্পানিগুলি দেখছে না। ভিন রাজ্যের সরকারের দেখা উচিত। শ্রমিকদের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।










