নিজস্ব প্রতিনিধিঃ রাজনৈতিক উত্থান ছিল চোখে পড়ার মতো। অসুস্থতার জন্যে অকালেই প্রয়াত হলেন। মাত্র ৪৯ বছর বয়সে জীবনে দাঁড়ি। ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের Jafikul Islam মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। শুক্রবার ডোমকলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। বৃহস্পতিবার বিকেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডোমকলের বিধায়ক।
Demise of MLA Jafikul Islam ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার বিধায়ক হন জাফিকুল। ২০২২ সালের মে মাসে ডোমকল পুরসভার প্রশাসকের দায়িত্ব নেন তিনি। ২০২৫ এর সেপ্টেম্বরে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। ডোমকলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তৈরি করেছিলেন একাধিক বিএড, ডিএড কলেজ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জাফিকুল। গত ২৭ জুলাই তাঁকে বহরমপুর থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছিল। তবে শেষরক্ষা হল না। শুক্রবার ভোর রাতে ডোমকলের গোবিন্দপুরের বাড়িতে ফেরে জাফিকুল মরদেহ। রাত থেকেই বহু মানুষ বিধায়ককে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। এদিন দুপুরেই গোবিন্দপুর এলাকাতে শেষকৃত্য সম্পন্ন হয়।
এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন, লালগোলার বিধায়ক মহম্মদ আলি সহ তৃণমূল নেতৃত্ব। বহু সাধারণ মানুষ এদিন বিধায়কের জানাজায় অংশ নেন। বিধায়কের অকাল প্রয়াণে মুর্শিদাবাদ Murshidabad জেলার শোকস্তব্ধ রাজনৈতিক মহল।
বিধায়ক সৌমিক হোসেন বলেন, খুব দুঃখজনক ঘটনা। জাফিকুলের পরিবারের পাশে সব সময় রয়েছি। তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ বলেন, এই ঘটনায় আমরা সবাই মর্মাহত।