নিজস্ব প্রতিবেদনঃ সিপিআইএমের (CPIM) বেলডাঙ্গা (Beldanga) জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক ও পার্টি জেলা কমিটির প্রাক্তন সদস্য শাফিকুর রহমান প্রয়াত। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বেলডাঙা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কমরেড শাফিকুরের (সাফিক) বৃহস্পতিবার রাত ৯:৩০ টার সময় বাড়িতেই স্ট্রোক হয়। তাঁকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। রাত ১১ টার সময় তাঁর মৃত্যু হয়েছে।
Murshidabad News শাফিকুর রহমান বেলডাঙা কলেজে পড়াশোনার সময় থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন। বেলডাঙা এলাকায় সিপিআইএম পার্টি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনীতির সঙ্গে-সঙ্গে বেলডাঙা এলাকায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান অনস্বীকার্য। আজ, শুক্রবার সকাল ১০ টার সময় তাঁর জানাজা সম্পন্ন হবে।
আরও পড়ুনঃ Murshidabad Medical College News: আচমকাই বদলি করা হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে