এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Debra Humayun Kabir বিস্ফোরক হুমায়ুন কবির Humayun Kabir, IPS! নিশানায় কার্তিক মহারাজ, এল পাল্টা হুঁশিয়ারি

Published on: January 17, 2025
Debra Humayun Kabir

Debra Humayun Kabir সন্ন্যাসীকে ‘আতঙ্কবাদী’ বলে তীব্র আক্রমণ তৃণমূল বিধায়কের! মুর্শিদাবাদে এক অনুষ্ঠানে এসে বিস্ফোরক ডেবরার তৃণমূল বিধায়ক তথা মুর্শিদাবাদের প্রাক্তন এস পি হুমায়ুন কবির Humayun Kabir, IPS। সভা মঞ্চ থেকে হুমায়ুনের নিশানায় কে? কাকে উদ্দেশ্য করে বললেন- আতঙ্কবাদী? শুক্রবার অল বেঙ্গল ইমাম- মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের মুর্শিদাবাদ জেলা কমিটির সহযোগিতায় ও সাগরদিঘী ব্লক কমিটির উদ্যোগে ওয়াকাফ বিল বিরোধী সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসেছিলেন হুমায়ুন কবির। সেখানেই বিধায়কের বিস্ফোরক মন্তব্য! নিশানায় ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার প্রধান কার্তিক মহারাজ। বিধায়কের বিতর্কিত মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়।

Debra Humayun Kabir কী বলেন হুমায়ুন?

Debra Humayun Kabir মঞ্চে দাঁড়িয়ে হুমায়ুন কবির বলেন, ” কার্তিক মহারাজকে চেনেন তো? নাম শুনেছেন তো? মাঝে মাঝেই বেলডাঙায় গণ্ডগোল লাগায় যে লোকটা? সে তো একটা আতঙ্কবাদী নিজেই! তাই না? সবসময় একটা সাম্প্রদায়িক দাঙ্গা, হাঙ্গামা লাগানোর চেষ্টা করে।”
তিনি আরও বলেন, ” সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে , সব জায়গায় আছে। একটা দুটো খারিজি মাদ্রাসায় থাকতে পারে, একটা দুটো স্কুলে থাকতে পারে, কলেজেও থাকতে পারে, রামকৃষ্ণ মিশনেও থাকতে পারে। সারগাছি তে কী আছে কার্তিক মহারাজ! আমার সময় একদম চুপ করে থাকত। আমি যতদিন এস পি ছিলাম,  ওঁকে একবার ডেকেছিলাম ভয়ে আসেনি। আমি ক্রিমিনালদের রেয়াত করিনি!”

Debra Humayun Kabir  পাল্টা কী বললেন কার্তিক মহারাজ?

Debra Humayun Kabir হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন কার্তিক মহারাজও। বিতর্কিত মন্তব্যের আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ বলেন, ” ওনার মতো আইপিএস কী বলল না বলল কিছু আসে যায়না। আমি সন্ন্যাসী। নির্ভীক সন্ন্যাসী। কে আমার নিন্দা করল, কে আমার স্তুতি করল! তাতে আমার কিছু আসে যায় না। উনি একজন শিক্ষিত মানুষ। এই জানুয়ারি মাসে ঠাকুর রামকৃষ্ণের চৈতন্য উদয় হোক বলেছেন, তাঁর চৈতন্য হোক। বিবেকানন্দের ভাবধারা, আদর্শে তিনি দীক্ষিত হন। ওনার নিজের ব্যক্তিগত জীবন যাত্রা কী? সেটা উনি জানেন। তবে আমাদের আইনি বিভাগ আছে। আইনি বিভাগের সাথে পরামর্শ করছি। আইনি নোটিশ যাবে।”

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now