মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ভোটের দিন আহত তৃণমূল কর্মীর মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত তৃণমূল কর্মীর নাম সিজারুল সেখ, বয়স ৩৪। রানিনগর ১ নম্বর ব্লকে কাতলামারীর বাসিন্দা ছিলেন সিজারুল। রবিবার ভোর রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
মৃতে তৃণমূল কর্মীর পরিবারের দাবি, ভোটের দিন সিজারুলকে মারধর করে কংগ্রেস। তারপর গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে অ্যাম্বুলেন্সে করে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু বেলডাঙ্গার কাছে কংগ্রেসের রাস্তা অবরোধে আটকে পরে সিজারুলের অ্যাম্বুলেন্স। তারপর সন্ধ্যায় ফের তাঁকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই রবিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তৃণমূল কর্মী সিজারুল সেখের। পরিবারের দাবী, পথ অবরোধ না থাকলে হয়তো বাঁচানো যেত সিজারুলকে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।