Darjeeling Toy Train Day পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার জন্য পর্যটকদের পছন্দের তালিকায় সে। সেই টয় ট্রেন থেকে মুখ ফেরাতে পারেন না আট থেকে আশি। পাহাড়ের বাঁকে ‘কু ঝিক ঝিক’ আওয়াজ তুলে মন্থর গতিতে এগিয়ে যাওয়া সে যান পৌঁছে গেল ১৪৪ তম জন্মবর্ষে। এই প্রথম বার টয় ট্রেনের জন্মদিন উদযাপন করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে Darjeeling Himalayan Railway। ইউনেস্কোর UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ World Heritage শিরোপা পাওয়া ডিএইচআর এবং নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ৪ ঠা জুলাই ‘ টয় ট্রেন’ দিবস পালন করা হল সুকনা রেলস্টেশনে। জন্মদিন উপলক্ষে সারাদিন ধরে হয় নানান অনুষ্ঠান, প্রতিযোগিতা। সমস্ত অনুষ্ঠান, প্রতিযোগিতার থিম Toy Train। টয় ট্রেনের মাধ্যমে আগামী দিনে পর্যটনের আশায় জোয়ার আসবে বলেই আশা করা হচ্ছে।
Darjeeling Toy Train Day ১৮৮১ সালের ৪ ঠা জুলাই, প্রথমবার শিলিগুড়ি থেকে দার্জিলিঙের উদ্দ্যেশ্যে গড়িয়েছিল টয় ট্রেনের চাকা
Darjeeling Toy Train Day ইতিহাস বলছে, ১৮৭০ সালে প্রথমবার পরীক্ষামূলক ভাবে টয় ট্রেন চালানো হয়। শিলিগুড়ি থেকে দার্জিলিঙের পাহাড়কে টয় ট্রেনের মাধ্যমে যুক্ত করার জন্য ওই উদ্যোগের ৯ বছর পর ১৮৭৯ থেকে বানিজ্যিক ভাবে চালানোর জন্য কাজ শুরু হয়। তারপর কেটে যায় আরও দুবছর। ১৮৮১ সালের ৪ ঠা জুলাই শিলিগুড়ি থেকে দার্জিলিঙের উদ্দ্যেশ্যে গড়িয়েছিল প্রথম টয় ট্রেনের চাকা। ওই দিনটিকে স্মরণে রেখেই ৪ ঠা জুলাই টয় ট্রেনের জন্মদিন পালনে উদ্যোগী হয়েছে রেল কর্তিপক্ষ। কেন জন্মদিন পালনে সুকনা রেলওয়ে স্টেশনকেই বেছে নেওয়া হয়েছে? জানা গিয়েছে, সুকনা স্টেশন ব্রিটিশ রেল স্থাপত্যের অন্যতম নিদর্শন। কাজেই প্রথমবার এই স্টেশনকেই বেছে নেওয়া হয়েছে। ঘুম ফেস্টিভ্যাল বা সামার ফেস্টিভ্যালের মতোই ‘টয় ট্রেন ডে’ ‘ Toy Train Day’ পর্যটকদের মনে আলাদা জায়গা করে নেবে বলেই আশা করা হচ্ছে।