মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। কিন্তু এখানে ঘটল উল্টো ব্যাপার। শুক্রবার দুপুরে সাগরপাড়া থানার কাটাবাড়ি এলাকায় বাড়ি থেকে চুরি করে পালাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় চোরের দল। স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন চোর চুরি করার পর একসাথে বাইকে করে পালাতে গিয়ে লছিমনকে ধাক্কা মারে। এবং সেখানেই গুরুতরভাবে জখম হয়। সেখান থেকে একটি চারচাকা ভ্যানে করে পালানোর সময় সেই গাড়ির চালক গাড়ি ঘুরিয়ে সাগরপাড়া হাসপাতালে নিয়ে যায় তাঁদের। তাদের অবস্থার অবনতি হওয়ার কারণে সাগরপাড়া থানার পুলিস এসে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন চোরের দলের থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রীও।