Damaged wheat fields বৃহস্পতিবার দুপুর। মুর্শিদাবাদে পৃথক তিন জায়গায় ঘটে গেল বিশাল অগ্নিকান্ড। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল ডোমকল ও হরিহরপাড়ার তিন জায়গায়। বিঘার পর বিঘা জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে ডোমকলের শ্রীকৃষ্ণপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গম কাঁটার পর নাড়া পোড়াতে আগুন জ্বালানো হয়। সেই আগুন ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে গমের জমিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। পুড়ে নষ্ট হয়েছে পার্শ্ববর্তী জমির তিল, কলাই। দীর্ঘক্ষনের প্রচেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।
Damaged wheat fields পাশাপাশি ভয়াবহ অগ্নিকান্ড ঘটে হরিহরপাড়ার আব্দুলপুর উত্তরপাড়া মাঠে। সেখানেও গমের জমিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় প্রায় কুড়ি বিঘা জমির গম। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জমি পরিষ্কার করার জন্য আগুন জ্বালানো হয়। সেই আগুন ছড়িয়ে আশপাশের জমিতে মুহূর্তের মধ্যে দাবানলের চেহারা নেয়। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই প্রাথমিক অনুমান ক্ষতিগ্রস্ত চাষিদের।
Damaged wheat fields আব্দুলপুরের মতোই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে হরিহরপাড়ার বেনেকোলা মাঠে। সেখানেও একই ভাবে গমের নাড়া পোড়াতে গিয়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বিঘার পর বিঘা চাষের জমি। ক্ষতিগ্রস্ত গম থেকে সবজি। হরিহরপাড়া থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে যান। দীর্ঘ প্রচেষ্টার পর ভয়াবহ আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। ফসলের ক্ষয়ক্ষতিতে মাথায় হাত কৃষিজীবীদের।
Damaged wheat fields অনেক সময় কৃষক ফসল কাটার পর জমিতে থাকা নাড়া পোড়াতে যান চাসিরা। যা থেকে সহজেই আগুন ছড়িয়ে যায়। দমকল ও কৃষি দপ্তরের তরফেও জমিতে নাড়া পোড়ানোর ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। তা সত্ত্বেও সচেতন হচ্ছেন না অনেকেই। ঘটছে বিপদ। এমনটাই মনে করছে সংশ্লিষ্ট দপ্তর।