এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Cyclone Dana সামসেরগঞ্জে উত্তাল গঙ্গা। ডুবে গেল জেলেদের নৌকা। খোঁজ চলছে

Published on: October 23, 2024
Cyclone Dana

Cyclone Dana  ঘুর্ণিঝড় দানার জেরে রাজ্যজুড়েই চলছে ঝড়, বৃষ্টি। দুপুর থেকে মুর্শিদাবাদেও শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এর মাঝেই নৌকাডুবির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে Samserganj । সামসেরগঞ্জ ও ফারাক্কায় জেলেদের বেশকিছু নৌকা, ডিঙি উল্টে যায়।

Cyclone Dana সন্ধ্যায় সামসেরগঞ্জ ও ফারাক্কা Farakka  থেকে নদীতে  মাছ ধরতে রওনা দিচ্ছেন জেলেরা। সেই সময় নদীতে হঠাৎ  ঝড় ওঠে।  তাতেই উল্টে যায় একাধিক ডিঙি, নৌকা। সাঁতরে পারে আসার চেষ্টা করেন জেলেরা। আশেপাশের ঘাটে থাকা মানুষও উদ্ধারে নামেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সামসেরগঞ্জের লোহরপুর, সিকদারপুর, এবং ধুলিয়ান পৌরসভার ১ নম্বর ঘাটের আশেপাশে বেশ কিছু  ডিঙি ও নৌকা উল্টে যায় । পাশাপাশি ফারাক্কার অর্জুনপুর ঘাটেও উল্টে যায় নৌকা। সামসেরগঞ্জের ঘাট থেকে  তলিয়ে যাওয়া ব্যক্তিদের  উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now