Cyclone Dana effect on train ঘূর্ণিঝড় ‘দানা’-র Tropical Cyclone Dana জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা। রেল দপ্তর সূত্রে খবর শিয়ালদহ দক্ষিণ শাখায় বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০ পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন পরিষেবা। তবে পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনে চলবে ট্রেন। লালগোলা শিয়ালদহ ট্রেন চলাচল করবে বলে রেল দপ্তর সূত্রে খবর। বৃহস্পতিবার সকাল থেকেই স্বাভাবিক রয়েছে এই শাখার ট্রেন চলাচল। ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় স্বস্তিতে যাত্রীরা।
Cyclone Dana effect on train এদিন বহরমপুর স্টেশনে আসা এক যাত্রী সানু মণ্ডল জানান, ‘ ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, সুবিধা হচ্ছে ‘ । ঝড়ের সতর্কতার মাঝেই এদিন বহরমপুর শহরে শুরু হয় হালকা বৃষ্টি। তবে এদিন ট্রেনের যাত্রী সংখ্যা কিছুটা কম ছিল এই শাখায়। শিয়ালদহ শাখায় প্রায় ২০০র কাছাকাটি ট্রেন বাতিল হলেও সেই তালিকায় নেই লালগোলা শিয়ালদহ শাখার ট্রেন। ফলে আপাতত স্বাভাবিক রয়েছে ট্রেন পরিষেবা। শুক্রবারও এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলেই রেল দপ্তর সূত্রে খবর।