এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Cyclone Dana ডানার প্রভাব বহরমপুরে সবজি বাজারেও !

Published on: October 23, 2024
Cyclone Dana

Cyclone Dana পুজোর পর অগ্নিমূল্য বাজারের চেহারা খুব একটা বদলায়নি । সব্জির আকাশছোঁয়া দামের মাঝেই এবার ঝড়, বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবারই বাংলা- ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ডানা ‘ Tropical Cyclone Dana। যার প্রভাবে আরও দাম বাড়বে বলেই মনে করছে সমস্ত মহল। বুধবার বহরমপুরের বাজারে সবজির দাম ছিল চড়া।

আলু, পেঁয়াজ, কাচা লঙ্কা, রসুনের দাম সবচেয়ে বেশি। পাল্লা দিয়ে দাম বেড়েছে অন্যান্য সব্জিরও। বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি, পটল ৪০ টাকা কেজি, মুলো ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা কেজি, লাউ ৩০ টাকা এক পিস, পেপে ৩০ টাকা কেজি, শসা ৩৫ টাকা কেজি, কপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা পিস। সব্জি বিক্রেতারা বলছেন, দক্ষিনবঙ্গে ঝড় বৃষ্টি হলে ক্ষতি হবে চাষবাসে। প্রভাব পড়বে সব্জি বাজারেও। একদিকে যেমন ক্রেতাদের অসুবিধে হবে, ব্যবসায় ক্ষতি হবে।

বহরমপুরে বৃষ্টি দুপুর থেকেই

Cyclone Dana দুর্গা পুজোর Durgapuja 2024  আগেই একটানা বৃষ্টি, নিম্নচাপের জেরে আগুন দাম বেড়েছিল সব্জির। সব্জি কিন্তেই হাতে ছ্যাকা লাগার উপক্রম মধ্যবিত্তের। সেই অবস্থার মধ্যেই আবারও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। ক্রেতারা বলছেন, সব্জির দামে হ্রাস টানতে না পারলে সংসার চালানো দায়। কেউ কেউ বলছেন, পরিমাণে অল্প হলেও বাধ্য হয়েই কিনতে হচ্ছে। সামনেই কালী পুজো, ভাইফোঁটা। দীপাবলির মরশুমে এমনিতেই বাজার দর ধরাছোঁয়ার বাইরে যায়। তার ওপর প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ সব্জি ব্যবসায়ীদের। দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কায় মধ্যবিত্তের হেশেলেও ধাক্কা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now