এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Cyber crime ডোমকলে বসে ডিজিটাল ডাকাতি ! গ্রেফতার ৩

Published on: July 25, 2025
Cyber crime

Cyber crime ডোমকলে বসেই চলছিল ডিজিটাল ডাকাতির চক্র। চলছিল অনলাইনে প্রতারণা করে টাকা রোজগারের অন্ধকার কারবার। মুর্শিদাবাদের ডোমকলে বসে চক্র চালাচ্ছিল ঝাড়খণ্ডের Jharkhand  ৩ ব্যক্তি।  সেই চক্রের ৩ পান্ডাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে মুর্শিদাবাদ পুলিশের সাইবার ক্রাইম থানা CYBER CRIME POLICE STATION। বৃহস্পতিবার গভীর রাতে ডোমকলে হানা দিয়ে সালামুদ্দিন আনসারি, কালামুদ্দিন আনসারি ও নিয়াজ আনসারি নামের ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সকলেই ঝাড়খন্ডের দেওঘরের বাসিন্দা। ১৮ জুলাই এক মহিলার  অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে সাইবার ক্রাইম থানা। সেই ঘটনার তদন্তে নেমে এই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে কোটিকোটি টাকার প্রতারণার অভিযোগ আছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

Cyber crime  এর আগে ২০ জুলাই এই চক্রেরই মুকলেশ হোসেন ওরফে মুকেশ মল্লিক  নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে।

মুকলেশ হোসেন বহরমপুরের রাজধরপাড়ার বাসিন্দা।  ওই ব্যক্তি এই সাইবার প্রতারণা চক্রকে  ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগান দিত বলে জানা গিয়েছে।

Cyber crime কিন্তু কীভাবে মিলল এই চক্রের হদিশ ?

Cyber crime ১৮ জুলাই সাইবার ক্রাইম থানার দারস্থ হন বহরমপুরের মল্লিকপাড়া গ্রামের এক মহিলা।  তিনি জানান ২৫ জুন মুকেশ মল্লিক নামের এক ব্যক্তি ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট করার নাম করে  তাঁর ব্যাঙ্ক পাশবই, এটিএম কার্ড ও সিম কার্ড নিয়ে নেয়। এরপরে হঠাৎ আলিপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশন থেকে নোটিশ পান ওই মহিলা । অভিযোগ ওঠে, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে বেআইনি লেনদেনের। মহিলা দেখেন, এটি সেই অ্যাকাউন্ট যেটির কেওয়াইসি আপডেট করার জন্য তিনি মুকেশ মল্লিককে পাশবই, এটিএম কার্ড, সিম দিয়েছিলেন।  ওই ব্যক্তিকে এই কথা জানাতেই চুপ থাকার নির্দেশ দেয় মুকেশ মল্লিক। মহিলা জানতে পারেন, গ্রামের একাধিক মহিলার  সঙ্গেই এই কান্ড ঘটেছে।  ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে রুজু হয় এফআইআর।  তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তেই এবার গ্রেফতার মূল ৩ পান্ডা।

Cyber crime  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে দেশজুড়ে অনলাইন প্রতারণা চালাচ্ছিল। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একাধিক এটিএম কার্ড, মোবাইল ফোন, সিম কার্ড সহ অনলাইন অপরাধের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। এই চক্রের সঙ্গে জড়িতদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now