নিজস্ব প্রতিনিধিঃ তদন্তে উঠে এসেছে, ২০২৩ এর জানুয়ারি থেকে সক্রিয় ওই প্রতারণা চক্র। অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে চলছিল কোটি-কোটি টাকার লেনদেন! উত্তরপ্রদেশ পুলিশের আইনি নোটিশ পেয়ে হতবাক মুর্শিদাবাদের Murshidabad হরিহরপাড়ার শ্রমজীবী পরিবার। ভয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হতেই হল পর্দাফাঁস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়ার পাচগাছি এলাকার আরিফ শেখ নামে এক যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। তাতে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ হয় বহরমপুর সাইবার cyber Crime থানায়। ওই যুবকের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় চমকে উঠছেন অনেকে। বিষয়টি এইরকম, আপনি হয়তো জানেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি-কোটি টাকার প্রতারণা করা হচ্ছে!
Murshidabad News: পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতদের নাম রাকেশ মণ্ডল, সাহাবুল শেখ। তাদের বাড়ি ডলটনপুর এলাকায়। এবং ধৃত আব্দুর রউফ শেখের বাড়ি শিবনগর এলাকায়। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া কিষাণ মান্ডি এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানা ও বহরমপুর সাইবার থানার তদন্তকারীরা। অভিযানে হাতেনাতে ধরা হয় তিনজনকে। তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লেনদেন করা হয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশের তরফে পরিযায়ী শ্রমিক আরিফ শেখকে নোটিশ পাঠানো হয়। ঘটনা সামনে আসতেই শুরু হয় তদন্ত।
Murshidabad News: ধৃতদের কাছ থেকে ব্যাঙ্কের পাসবই, আধার কার্ড ও একাধিক সিম কার্ড উদ্ধার হয়েছে। তিনজনকেই বহরমপুর সাইবার থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়্যেছ।