Cut Money: আবাস যোজনার ঘর পেতে কাটমানি ! কান্দিতে অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্তঃ কান্দিঃ এবার আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কান্দি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে । কান্দি পঞ্চায়েত সমিতির শিশু ও নারী উন্নয়ন, জন কল্যাণ, ত্রাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সেবিনা বিবির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন কুমারসন্ড অঞ্চলের ৬ জন বাসিন্দা । বুধবার অভিযোগকারীরা কান্দি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রমন ভট্টের দ্বারস্থ হন । এদিন সেবিনা বিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগকারীরা। অভিযোগকারী মহব্বত আলীর দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের টাকা পাইয়ে দেওয়ার জন্য গ্রামবাসীদের কারো কাছে কুড়ি হাজার, কারো কাছে সতেরো হাজার টাকা কাটমানি নিয়েছেন কান্দি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেবিনা বিবি। একই অভিযোগ করেছেন ফুলি বেগম, মানারুল শেখ ।

অভিযোগ প্রসঙ্গে কান্দির বিডিও রমন ভট্ট জানান, বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে অভিযোগ। যদিও অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবি করেছেন কান্দি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেবিনা বিবি। কান্দি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পার্থ প্রতিম সরকার, এই অভিযোগের আড়ালে ষড়যন্ত্র দেখছেন। তার দাবি, এর আগেও এরকম অভিযোগ হয়েছে যার সত্যতা ছিল না। অভিযোগ যখন হয়েছে খতিয়ে দেখা হবে।