CTET Date 2026: কেন্দ্রের সেট্রাল টেট অর্থাৎ Central Teacher Eligibility Test (CTET)- এর দিন ঘোষণা করে দিল সিবিএসই ( Central Board of Secondary Education)।
শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ২০২৬ সালের ৮ ই ফেব্রুয়ারি হবে সেন্ট্রাল টেট। পেপার ১ এবং পেপার ২ -এই দুটি পরীক্ষাই এক দিনে হবে। জানা গিয়েছে দেশের ১৩২ টি শহরে হবে পরীক্ষা। দ্রুত সেন্ট্রাল টেটের বুলেটিনও প্রকাশ করা হবে। ctet.nic.in ওয়েবসাইটে Central Teacher Eligibility Test (CTET)- পরীক্ষায় বসার জন্য আবেদন করা যাবে।

.
আরও পড়ুনঃ AP tet results 2024 প্রকাশিত টেটের ফল। পাশ করলেন দেড় লক্ষেরও বেশি
CTET Date 2026 Eligibility Criteria কারা দিতে পারবে সেন্ট্রাল টেট ?
সেন্ট্রাল টেট দেওয়ার জন্য পরীক্ষার্থীকে National Council for Teacher Education অর্থাৎ এনসিটিই- দ্বারা নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। অর্থাৎ নূন্যতম নম্বর সহ স্নাতক, স্নাতকোত্তর, বিএড, ডিএলএড বা স্পেশাল এডুকেশনে শিখক শিক্ষণের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীকে আবেদন করার আগে নিজে নিশ্চিত হতে হবে যে তিনি নির্ধারিত যোগ্যতা মানদণ্ড পূরণ করছেন কিনা, এবং প্রদত্ত যোগ্যতার শর্ত অনুযায়ী তিনি যোগ্য না হলে তার সম্পূর্ণ দায়ভার প্রার্থীর নিজের হবে।
CTET Date 2026 পাশ করলে কী সুযোগ ?
সেন্ট্রাল টেট পরীক্ষায় পাশ করলে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা স্কুল গুলিতে পড়ানোর জন্য পরীক্ষায় বসার এবং ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাওয়া যায়। বেসরকারি স্কুলগুলিও সেন্ট্রাল টেটকে গুরুত্ব দেয়।
উল্লেখযোগ্য যে, কোনও প্রার্থীকে যদি Central Teacher Eligibility Test-এ অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, তা এই অর্থে নয় যে প্রার্থীর যোগ্যতা যাচাই করা হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রার্থীকে নিয়োগের কোনও অধিকার প্রদান করে না। প্রার্থীর যোগ্যতা চূড়ান্তভাবে যাচাই করবে সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থা বা নিয়োগকারী কর্তৃপক্ষ।.















