CRPF Demise Burwan তিন দিন আগে ছুটিতে বাড়ি ফিরেছিলেন। বন্ধুকে দেখা করতে যাওয়ার সময় পথদুর্ঘটনায় প্রাণ গেল সিআরপিএফ জওয়ানের। মৃত্যু সংবাদ বাড়িতে যেতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। সেনা জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ বড়ঞা (Burwan) থানার কাটনা গ্রাম। জানা গিয়েছে বছর সাতেক আগে সিআরপিএফে (CRPF) যোগ দেন কাটনা গ্রামের বাসিন্দা সাইদুল মল্লিক। বর্তমানে সাইদুল মেঘালয়ে কর্মরত ছিলেন। গত রবিবার মেঘালয় থেকে বাড়ি ফেরেন ওই জওয়ান। মঙ্গলবার সন্ধ্যায় বাইক চালিয়ে কান্দির পুরন্দরপুরে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পুরোন্দরপুরের কাছে সরকারি বাসের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়।
আরও পড়ুনঃ Raghunathganj News রাতের অন্ধকারে ব্যাগে একি নিয়ে যাওয়া হচ্ছিল?

CRPF Demise Burwan ছুটিতে বাড়ি এসে এই ভাবে প্রাণ যাবে ভাবতে পারছেন না পরিবারের সদস্যরা।
বাড়িতে বাবা, মা, স্ত্রী ও এক সন্তান রয়েছে সাইদুল মল্লিকের। জওয়ানের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
CRPF Demise Burwan কী বলছেন জওয়ানের বাবা?
CRPF Demise Burwan মৃতের বাবা বলেন, আমার ছেলে সন্ধ্যা সাড়ে ৫ টার সময়য় বন্ধুর কাছে যাচ্ছিল। ওইখানে সরকারি বাসের সঙ্গে দুর্ঘটনা ঘটে। মৃতের শ্বশুর রমজান শরিফ বলেন, সাত বছর হল চাকরি হয়েছে। গত রবিবার বাড়ি আসে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মৃত্যু হয়েছে।















