ভৈরব নদীতে ‘ডিঙি বাইচ’ দেখতে মানুষের ভিড়।

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সাঁতার প্রতিযোগিতা বা নৌকা বাইচের কথা আগেই শুনেছেন। কিন্তু এ হল ডিঙি বাইচ। টিনের তৈরি ছোট নৌকা। সেখানে একজন চড়তে পারেন। হাতে বাঁশের তৈরি দাঁড়। আর তাতে ভর করেই চলবে প্রতিযোগিতা। এই হল ‘ডিঙি বাইচ’ প্রতিযোগিতা।

ভৈরব নদীতে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ডিঙি বাইচ প্রতিযোগিতা। ডোমকলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রবিবার বিকেলে ডোমকলের ভগীরথপুর ফতেপুর যুব কমিটির উদ্যোগে আয়োজন করা হয় ডিঙি বাইচ প্রতিযোগিতার। এদিন ফতেপুর ঘাট থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। মুর্শিদাবাদ জেলার ৩৪ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। এদিন প্রতিযোগিতা দেখতে নদীর দু’ধারে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। এই গ্রামের নদীর পাড়ে ডিঙি বাইচ ঘিরে মেলার রূপ নিয়েছিল। এদিন প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা। ডোমকলের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা ঘিরে উচ্ছ্বসিত তিনি। প্রতিযোগীদের উৎসাহিত করার পাশাপাশি বিজয়ীদের সম্মানিতও করা হয়।