এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ডোমকলে রক্তদান শিবিরে মানুষের ভিড়

Published on: November 20, 2023

নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ ডোমকলে পৌরসভার উদ্যোগে রক্তদান ঘিরে মানুষের উদ্দীপনা। রক্ত সংকট মেটাতে সোমবার পৌরসভার প্রশাসন তথা বিধায়ক জাফিকুল ইসলামের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন জনকল্যাণ ময়দানে রক্তদান করতে ভিড় জমান বহু মানুষ। পুরুষদের পাশাপাশি বহু মহিলা রক্তদাতা এদিন রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসন তথা বিধায়ক জাফিকুল ইসলাম সহ প্রশাসনিক আধিকারিক থেকে বিশিষ্টজনেরা।

ডোমকলের পৌর প্রশাসক, বিধায়ক জাফিকুল ইসলাম জানান, “অনেকদিন ধরেই শুনছিলাম ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ঘাটতি রয়েছে। এবং সেখান থেকেই আমরা উদ্যোগ নিলাম এই রক্তদান শিবিরের। আজ আমাদের লক্ষ্য প্রায় ৫০০ জন মানুষের থেকে রক্ত নেওয়ার। ইতি মধ্যে ৩৫০ জন রক্তদান করে ফেলেছেন। এর পাশাপাশি আমরা আজ বস্ত্র বিতরণ এবং মশারীও দান করছি দুস্থ মানুষদের।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now