বহরমপুরে ক্রিকেট জ্বর! তেরঙ্গাতে সেজেছে শহর

Published By: Madhyabanga News | Published On:

মধ্য়বঙ্গ নিউজ ডেস্কঃ দুইদশক বাদে ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া। সারা দেশের উন্মাদনা তুঙ্গে। সেই উচ্ছ্বাস দেখা গেল শহর বহরমপুরেও। তেরঙ্গা পতাকাতে সেজে উঠেছে শহরের অলিগলি। বিরাট থেকে রোহিত থেকে গিল কিংবা মহম্মদ শামি, পোস্টারে ছয়লাপ চারিদিক। উচ্ছ্বসিত ক্রিকেট ফ্যান রুপম বিশ্বাস বলেছেন, বদলা চাই ২০০৩ এর। রবিবার সকাল সাড়ে দশটায় খুলে গেছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দরজা। ভোর থেকে স্টেডিয়ামের বাইরে ক্রিকেট-প্রেমীদের লম্বা লাইন। শহর বহরমপুরেও মোড়ে মোড়ে দেখা গেল ক্রিকেট বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাসের ছবি। সবাই বলছেন ইন্ডিয়ার হাতে ওয়ার্ল্ডকাপ এখন শুধু সময়ের অপেক্ষা।

শুরু হয়ে গেছে খেলা। টসে জিতে বোলিং নিয়েছে অস্ট্রেলিয়া। আর ব্যাট হাতে মাঠ কাঁপাচ্ছে ইন্ডিয়া। শহরের মানুষ এক হয়ে পাড়ার মোড়ে মোড়ে বড় স্ক্রিনে ও প্রোজেক্টারে দেখছে খেলা। সবার মুখে একটাই স্লোগান ইন্ডিয়া! ইন্ডিয়া! ওয়ার্ল্ডকাপ ফাইনালের উত্তেজনা টিভির দোকানেও। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই থমকে যাবেন। কেন? ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল তো! আর সেখানে খেলছে ভারত অস্ট্রেলিয়া। চাগাড় দিয়ে উঠেছে নস্টালজিয়া। শহরে টিভি দোকান গুলিতে সারি সারি টিভিতে চলছে একটাই চ্যানেল। সেখানে খেলা দেখে থমকে যাচ্ছেন ক্রিকেট প্রেমী দর্শক। খেলা চালিয়ে রেখেছেন, সাথে চলছে সাউন্ড সিস্টেম। যাতে সাধারণ পথ চলতি মানুষ দেখতে পারেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল। মাঠের পাশাপাশি টিভির দোকানেও বাড়ছে পারদ। সকলেই আশাবাদী জিতবে টিম ইন্ডিয়া!