CPM Bangla Bachao Yatra ” গবেষণাগার হয়েছে পশ্চিমবঙ্গ আরএসএস এর। এখানে গণতন্ত্রকে শেষ করা হচ্ছে। পুরসভা, পঞ্চায়েত, কো- অপারেটিভ, স্কুল কমিউনিটি, নির্বাচিত কোন সংস্থা নেই, সমস্ত দখল করো। ভোটে কারচুপি হয়েছে। গণতন্ত্রের কথা যে বলেছে তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।” মন্তব্য সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।
আরও পড়ুন- Humayun Kabir Z ক্যাটেগরির নিরাপত্তার দাবি হুমায়ুনের! আপাতত সঙ্গে ৮ জনের প্রাইভেট টিম!
CPM Bangla Bachao Yatra মুর্শিদাবাদের মাটিতে ‘বাংলা বাঁচাও যাত্রা’ নিয়ে ময়দানে সিপিএম
CPM Bangla Bachao Yatra মুর্শিদাবাদের মাটিতে ‘বাংলা বাঁচাও যাত্রা’ নিয়ে ময়দানে সিপিএম। কোচবিহার থেকে যে যাত্রার সূচনা হয়েছে। সোমবার এই কর্মসূচী মুর্শিদাবাদের রানীনগরে। বাংলা বাঁচাও যাত্রায় সামিল সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম থেকে সিপিআই(এম) নেতা আভাস রায় চৌধুরীরা। ৫ই ডিসেম্বর মালদা থেকে ফরাক্কা পৌঁছায় বাংলা বাঁচাও যাত্রা । ৬ তারিখ ফারাক্কা থেকে ফের শুরু হয় যাত্রা। ফরাক্কা, সামশেরগঞ্জ, পাঁচগ্রাম, হয়ে সাগরদীঘি তারপর রবিবার ভগবানগোলায় পৌঁছায় এই যাত্রা। সোমবার সকালে ভগবানগোলা থেকে শুরু হয় ফের। শিশাপাড়া হয়ে রানীনগরে পৌঁছায়। রানীনগরের ডাকবাংলা এলাকায় হয় সভা। সেখানেই সভা মঞ্চ থেকে বিজেপি ও তৃণমূলকে একযোগে নিশানা করেন সিপিআই(এম) নেতা আভাস রায় চৌধুরী। বিভাজনের রাজনীতি মুক্ত বাংলা গড়ার পক্ষে সওয়াল করেন আভাষ রায়চৌধুরী। সভা মঞ্চ থেকেই বলেন, “বাংলাকে বাঁচাতে হলে বামপন্থীদের শক্তি বাড়াতে হবে। আরএসএস, বিজেপি, তৃনমূলের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক , ধর্মনিরপেক্ষ শক্তির সর্ববৃহৎ সমাবেশ করতে হবে।

আরও পড়ুন– Humayun Kabir MIM: আসাদুদ্দিনের মিমের সঙ্গে জোট করে ভোটে লড়ার ঘোষণা হুমায়ুনের
CPM Bangla Bachao Yatra সিপিএম এর ‘বাংলা বাঁচাও যাত্রা’ কেন? কী বললেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম?
CPM Bangla Bachao Yatra ‘বাংলা বাঁচাও যাত্রা’ কেন? মহম্মদ সেলিম বলেন, ” ভোটাধিকার বাঁচাও, নাগরিকতা বাঁচাও তার সাথে বাংলা বাঁচাও। তবেই বাঁচবে দেশ। মহম্মদ সেলিম বলেন, “বাংলা বাঁচাও মানে দেশ বাঁচাও, বাংলা না বাঁচলে দেশ বাঁচবে না। বাংলা সব সময় রাস্তা দেখিয়েছে। রাজনীতি থেকে মূল্যবোধ, নবজাগরণের পরবর্তী, শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ, মমতা ব্যানার্জির হাতে তৃনমূলের হাতে সবটা নষ্ট করা হচ্ছে। ভোটাধিকার বাঁচাও, নাগরিকত্ব বাঁচাও, তার সঙ্গে বাংলাকে বাঁচাও। ”

CPM Bangla Bachao Yatra গত ২৯ নভেম্বর কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএম এর ‘বাংলা বাঁচাও যাত্রা’ মুর্শিদাবাদে ১০ই ডিসেম্বর পর্যন্ত চলবে ।
২১ এ মুর্শিদাবাদে শূন্য ছিল সিপিএম। ২৬ এর ভোটে কি বাংলা বাচাও থেকে ডিভিডেন্ট পাবে সিপিএম? নজর রাজনৈতিক মহলের। বিউরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া।









