এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বহরমপুরে টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু সিপিএম কর্মীর

Published on: February 14, 2024
সিপিএম

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক সিপিএম কর্মীর। দাবি সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লার। মৃত ওই কর্মীর নাম আনারুল ইসলাম। তাঁর বাড়ি ডোমকলের সারাংপুর অঞ্চলের সাহাবাজপুর গ্রামে। জামির বলেন, “আইন অমান্য কর্মসূচিতে এসে পুলিশের ছোড়া টিয়ার গ‍্যাস আক্রমণে অসুস্থ হয়ে প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করার পরে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার আরও অবনতি হলে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে। বহরমপুর আসার পথেই রাত্রি ১০ টা নাগাদ কমরেড আনারুল ইসলামের মৃত্যু হয়।”

আরও পড়ুনঃ বহরমপুরে সিপিএমের কর্মসূচিতে টিয়ার গ্যাসের সেল ফাটানো নিয়ে পুলিশের সমালোচনা সেলিম,অধীরের

সোমবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সিপিএমের খেত মজুর সংগঠনের আইন অমান্য অভিযান ছিল। সেই উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। ছোট জনসভা শেষে উপস্থিত কর্মীরা মিছিল করে আইন অমান্য কর্মসূচির উদ্দেশ্যে এগিয়ে যায়। সকাল থেকেই ত্রিস্তরীয় লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড টপকাতে যাওয়ার পরেই পুলিশ একের পর এক টিয়ার গ্যাস ছুড়ে মিছিলে শামিল হওয়া কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। আহত হন বেশ কয়েকজন কর্মী। তাদের মধ্যে ছিলেন আনারুলও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now