সম্প্রীতি রক্ষার দাবিতে হরিহরপাড়ায় সিপিএমের মিছিল

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ সম্প্রীতি রক্ষার্থে লাল পতাকা হাতে মিছিল সিপিএমের। ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর, ৩১ বছর আগের সেই কালা দিন। গোটা ভারত অসাম্প্রদায়িকতা ও তার বীভৎসতার ছবি দেখে শিউরে ওঠে। সেদিন ভেঙে ফেলা হয়েছিল উত্তরপ্রদেশে অবস্থিত বহু শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ। সেই দিনের কলঙ্কের ইতিহাসকে স্মরণ করতে ও সেদিনের শহীদদের উদ্দেশ্যে সম্প্রীতি দাবি নিয়ে বুধবার বিকেলে মিছিল হল হরিহরপাড়ায়। সারা রাজ্যের পাশাপাশি হরিহরপাড়াতেও সিপিএম এরিয়া কমিটির উদ্যোগে হল মিছিল। হরিহরপাড়া সিপিএম পার্টি অফিস থেকে শুরু হয় মিছিল। হরিহরপাড়া বাজার এলাকা পরিক্রমা করেন সিপিএম নেতা কর্মী ও সমর্থকেরা।

হরিহরপাড়া সিপিআই(এম) এরিয়া কমিটি সম্পাদক ইনসার আলি বিশ্বাস মিছিল থেকে সংহতির বার্তা দেন। তিনি জানান, এই ঘৃণ্য ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। সাধারণ মানুষের কাছে এই বার্তা দিতেই হয় মিছিল।