মাসুদ আলি, সামসেরগঞ্জঃ ভোটে জেতার এখনও এক মাসও পার হয় নি। দেওয়ালে চকচক করছে নামের পাশে, দলের প্রতীক। তবে এর মাঝেই দল বদল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে । সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বাম ও কংগ্রেস দলের দুই জয়ী প্রার্থী। পঞ্চায়েত ভোটে বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা ১২৬ নম্বর বুথ থেকে জয়ী হন সিপিআই(এম) এর জাহাঙ্গীর আলম। ওই পঞ্চায়েতের ১৩৪ নম্বর বু্থ থেকে কংগ্রেসের হয়ে জয়ী হন আব্দুর রাজ্জাক । তবে শুক্রবার সকালে তাঁরা বিধায়কের হাত তৃণমূলে যোগদান করেন।
ভোট মিটতেই বিরোধী দল থেকে বিজয়ী প্রার্থীরা যোগ দেওয়ায় উচ্ছ্বসিত শাসক শিবির। সামসেরগঞ্জের ব্লক তৃণমূল সভাপতি সহিদুল ইসলামের দাবি, উন্নয়নে শামিল হতেই দলে যোগ দিয়েছেন জয়ীরা। তবে ভোটে জেতার এক মাসের মধ্যেই এই যোগদান ঘিরে উঠছে প্রশ্নও।