রঘুনাথগঞ্জে সিপিএম প্রার্থীর উপর হামলা, কোপানোর অভিযোগ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুরঃ  ভোটের মুখে  মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সিপিআই(এম) প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠল ।  মঙ্গলবার সাত সকালে হামলার অভিযোগ।  মির্জাপুর ১ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি আসনে  সিপিআই(এম) প্রার্থী বদর শেখ , তার ছেলে মহবুল সেখ ও প্রার্থীর জামাই ফৈজুদ্দিন শেখের  উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  গুরুতর  আহত অবস্থায় ৩ জনকে  আনা হয়েছে   জঙ্গিপুর  মহকুমা হাসপাতালে। রঘুনাথগঞ্জ ১ ব্লকের মির্জাপুর ১ গ্রাম পঞ্চায়তের সাদিকপুর গ্রামের ঘটনা।  সিপিআই(এম)-এর অভিযোগ, হামলা করেছে তৃণমূল  । সকালে বাড়ির অদূরেই হামলা করা হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ সিপিআই(এম)’এর। ভোটের আগে হামলার অভিযোগে উত্তপ্ত জঙ্গিপুর।

সিপিআই(এম) নেতা সোমনাথ সিংহ রায় বলেন, “ বদর শেখ যখন বাড়ি থেকে বের হন তখনই তাকে কোপানো হয়। ছেলেকে কিডন্যাপ করে যাওয়া হয়। বারবার পুলিশকে ফোন করাতেও পুলিশ দেরিতে পৌঁছেছে। প্রার্থীর ছেলেকে এক ঘন্টা পর উদ্ধার করা হয়। প্রার্থীর ছেলে মহবুল শেখকে  ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। প্রার্থীরর জামাই ফৈজুদ্দিন শেখকও আহত হয়েছে। তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে হামলা হয়েছে ”। সিপিআই(এম) নেতার দাবি, আহত অবস্থায় প্রার্থী দীর্ঘক্ষণ গ্রামেই পড়েছিলেন। তাকে হাসপাতালে নিয়ে আসতে দেওয়া হয় নি। পুলিশ ব্যবস্থা না নিলে সব প্রার্থীদের নিয়ে এসে থানা ঘেরাও হবে বলে দাবি করেছে সিপিআই(এম)।