নিজস্ব প্রতিবেদনঃ Murshidabad Cooperative সারের কালোবাজারি রুখতে রাসায়নিক সার বিক্রির সমবায় সমিতি বাড়ছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলায়। খোলা বাজারে সারের দাম আকাশ ছোঁয়া। অথচ ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। লাভের গুড় খেয়ে নিচ্ছে ফড়েরা। এই অভিযোগ শোনা যায় কৃষকের কাছ থেকে। সারের কালো বাজারি রুখতে আরও বেশী সংখ্যক রাসায়নিক সার বিক্রি করা যাবে এরকম সমবায় সমিতি (Co Operative Society) গঠন বাড়ানো হচ্ছে।
আরও পড়ুনঃ Murshidabad Robishosyo Chas: এবার ‘ভালো শীত, রবিশস্যের অনুকূল ‘, মাঠে মাঠে প্রস্তুতি
Murshidabad Cooperative নিয়ম অনুযায়ী, এজন্যে সেই সমিতির গোডাউন থাকতে হবে। বিজ্ঞান বিষয়ক নির্দিষ্ট কোর্স করা থাকতে হবে সমিতির সদস্যকে। তা না থাকলে সমবায় দফতরের উদ্যোগে সংশ্লিষ্ট ইন্টেগ্রেটেড নিউট্রিশন ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্স করিয়ে ওই সমিতি গঠন করা হচ্ছে। সেই কোর্স করার ক্ষেত্রে সরকারি সাহায্যও করা হচ্ছে। এখন সেই সংখ্যা সমবায় দফতরের মুর্শিদাবাদ রেঞ্জে ৬৯ টি। তার মধ্যে ৫২টি আগে ছিল। ১৭টি নতুন। আরও অনেকগুলির প্রস্তাব রয়েছে। এর ফলে ন্যায্যমূল্যে ভালো মানের রাসায়নিক সার বিক্রি করতে পারবেন ওই সোসাইটির সদস্যরা। এই বিষয়ে মুর্শিদাবাদ রেঞ্জের ডিসিআরএস মানব ব্যানার্জিকে জিজ্ঞাসা করা হলে মঙ্গলবার তিনি বলেন, ”সমিতি বাড়লে বাজারে নিয়ন্ত্রণ থাকবে।”
Murshidabad Cooperative একইসঙ্গে জানা গিয়েছে, জেলা হারাচ্ছে আরও সমবায় সমিতি। এমনিতে একের পর এক সমবায় সমিতি বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করে কোনও সমবায় সমিতিতে ভোটে জেতার খবর সামনে আসে। সেখানে কোন রঙের আবির খেলা হল তা দেখার পর চর্চায় আসে সেই সমবায় সমিতি। ফলে অনেকেই প্রশ্ন তুলছিলেন সমবায় আন্দোলনের কী হবে? সূত্রের খবর, এখনই জেলায় ১১টি সমিতির রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ গিয়েছে। সব মিলিয়ে ১৬১ টি সমিতি রেজিস্ট্রেশন বাতিলের প্রক্রিয়ায় রয়েছে। এই জেলায় সরাসরি সমবায় দফতরের অধীনে নথিভুক্ত সমিতির সংখ্যা ১৭৯৬টি। তার মধ্যে কাজ করছে ১১৯৬ টি। ফলে বাতিল হতে পারে ৬০০ সমবায় সমিতি। এগুলি সব ক’টিই সমবায় দফতরের অধীনে।
কেন এতো সমবায় সমিতির Samabay Samiti লাইসেন্স বাতিল করতে হচ্ছে? জানা গিয়েছে, ২ বছর কোনও কাজ না করলে সেই সমিতি বন্ধ করার সংস্থান রয়েছে। অনেকেই দেখা যায় ঋণ পাবে বলে সমবায় সমিতি গঠন করার পরে সক্রিয় না থাকায় কাজ করে না। তখন সেই সমিতি বন্ধ করে দিতে হয়। অনেক লাভ হচ্ছে না বলে সমিতি চালাতে আগ্রহী থাকে না। তবে এই ছবির মধ্যেও আশার আলো হচ্ছে, বেশ কয়েকটি সমিতি বছরে ১ কোটি টাকার উপরে লাভ করেছে। তার মধ্যে রয়েছে জেলা পুলিস কোঅপারেটিভ, মুর্শিদাবাদ সিএডিপি এফএসসিএস, চুনাখালি এসকেইউএস সমিতি।
Murshidabad Cooperative আগামী ১৯ তারিখ সমবায় দফতরের জেলা অফিসের উদ্যোগে সমবায় সপ্তাহের অনুষ্ঠান হবে বহরমপুরে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে। সারা দেশ জুড়েই ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সমবায় সপ্তাহ পালন হচ্ছে। এদিকে ৭২৩ম অখিল ভারত সমবায় সপ্তাহ পালন হবে মুর্শিদাবাদেও। বিষয় আত্মনির্ভর ভারতের বাহন হিসেবে সমবায়। এখন দেশের সব সমবায়ের তথ্য এক জায়গায় পাওয়ার জন্যে ন্যাশনাল কোঅপারেটিভ ডেটাবেস তৈরি হয়েছে।









