এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Convention of Folk artists স্কুলছুট, বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতার পাঠ দেবেন লোকশিল্পীরা

Published on: July 9, 2025
Convention of Folk artists

Convention of Folk artists জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন হল ঐতিহাসিক মুর্শিদাবাদে। বুধবার লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় লালবাগ সেমিনার হলে হয় সম্মেলন। যেখানে  কথায়, গানে  উঠে আসে বাল্য বিবাহের কুফল,  সরকারি নানান প্রকল্পের সুবিধার ফল। শহর থেকে গ্রাম ঘুরে সমাজ সচেতনতার পাঠ দেন লোকশিল্পীরা। তাদের উপরেই ভরসা করে গুরুদায়িত্ব দিয়েছে পুলিশ, প্রশাসন। মুর্শিদাবাদ জেলাকে বাল্যবিবাহ মুক্ত করার প্রয়াস লোকশিল্পীদের হাত ধরে।

 

 

 

 

 

 

Convention of Folk artists  উল্লেখ্য, ৪ ঠা জুন থেকে বহরমপুর ও হরিহরপাড়া ব্লক দিয়ে পাইলট প্রজেক্ট শুরু করেছে জেলা প্রশাসন। গত একমাসের পরিসংখ্যান বলছে, মুর্শিদাবাদ জেলায় ২০২ নাবালিকার বিয়ে রোখা হয়েছে। বাল্যবিবাহের ঘটনায় রুজু হয়েছে ৩৮ টি মামলা। গ্রেপ্তার করা হয়েছে ৯৫ জনকে। সমাজের এই ব্যাধি নিরাময়ে বর্তমান সময়ে লোকশিল্পীদের কী ভূমিকা? সবটা নিয়েই আলোচনা হয় সম্মেলনে। লোকশিল্পীদের সম্মেলন থেকেই মুর্শিদাবাদ জেলাকে বাল্যবিবাহ মুক্ত এবং স্কুলছুট এর অভিশাপ থেকে মুক্ত করার শপথ নেওয়া হয়।

Convention of Folk artists  স্কুল ছাত্রী থেকে অভিভাবক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন এদিনের সম্মেলনে সামিল ছিলেন। বাল্য বিবাহের শাস্তি- জরিমানা নিয়ে ফের একবার সজাগ করা হয় প্রশাসনের তরফে। লালবাগ সেমিনার হলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা অংশ নেন। সমাজের ব্যাধি নিরাময়ে লোকশিল্পীদের ভূমিকা নিয়ে আশাবাদী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।

 

Convention of Folk artists মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারিক প্রবাল বসাক জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা টিম লিডার, যারা গান লেখেন, আলকাপ শিল্পী, যারা নতুন যুক্ত হয়েছেন, সমস্ত আঙ্গিকের শিল্পীরা অংশ নেন। মূল উদ্দেশ্য হচ্ছে, বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে তাদের অবহিত করা যাতে বিভিন্ন প্রচারের কাজে তাদের ব্যবহার করা যায়। জেলা প্রশাসন পাইলট প্রজেক্ট নিয়েছে। বাল্য বিবাহ প্রতিরোধের ওপর বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে। অন্যান্য প্রকল্পের পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধের ওপরেও নজর দেওয়া হচ্ছে। 

Convention of Folk artists মুর্শিদাবাদ জেলা অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) চিরন্তন প্রামাণিক জানান, সমাজে যে কোন বার্তা দিতে অংশীদারিত্ব থাকে লোকশিল্পীদের।  মূল যে বিষয়টা করার চেষ্টা, সেটা হল বাল্যবিবাহ ক্ষতিকর শুধু নয় সামাজিক অপরাধ। যার জন্য জেল, জরিমানা সব হবে। সেটাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। এটা করতে না পারলে অন্য উন্নয়নগুলো কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now