রানীনগরে কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুর, নিশানায় তৃণমূলই! মোকাবিলার হুশিয়ারি অধীরের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, রানীনগরঃ কংগ্রেস কর্মীর বাড়িতে হামলার ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। রাতের অন্ধকারে রানীনগরের ভাটুকোমনগর এলাকায় চারটি বাড়িতে ভাঙচুর চালান হয় বলে অভিযোগ।

মঙ্গলবার রাতে মোটরবাইকে ২০-২৫ জন দুষ্কৃতী এসে অতর্কিতে লাঠি-বাঁশ নিয়ে হামলা চালায়। ভাঙচুর করা হয় বাড়ির আসবাব থেকে শুরু করে দরজা জানলাও। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় আতঙ্কিত কংগ্রেস কর্মীর পরিবার সহ এলাকার বাসিন্দারা। এই ঘটনায় তৃণমূলকে তীর বেঁধেছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ রানীনগরে সন্ত্রাসের মোকাবিলা করে যেহেতু মানুষ বেড়িয়ে আসছে নমিনেশন দিতে, তাই এই হামলা। তৃণমূল যদি ভাবে সন্ত্রাস করে পঞ্চায়েতের ভাগ্য নির্ধারণ করবে তাঁরা ভুল করছে। এই সন্ত্রাসের মোকাবিলা হবে, বলে হুশিয়ারি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

যদিও কংগ্রেসের এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল শিবির। তৃণমূলের পাল্টা অভিযোগ কংগ্রেসের গোষ্ঠী কোন্দলেই এমন ঘটনা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।