Congress Samserganj সরিয়ে দেওয়া হলো সফিকুল ইসলামকে
Congress Samserganj সামশেরগঞ্জ (Samserganj) ব্লক কংগ্রেসের নতুন সভাপতি হলেন তাসিরুদ্দিন আহমেদ। সরিয়ে দেওয়া হলো সফিকুল ইসলামকে। কিছুদিন আগেই সামশেরগঞ্জ ব্লক সভাপতি ইমাম হোসেনকে সরিয়ে দিয়ে সফিকুলকে দায়িত্ব দেওয়া হয়। কংগ্রেস সূত্রে খবর, সফিকুল সভাপতি হওয়ার পরেই কংগ্রেসে (Congress) কার্যত কোন্দল সৃষ্টি হয়। তারপরেই মাত্র কয়েক মাস যেতে না যেতেই সামশেরগঞ্জ ব্লকে ফের নতুন করে ব্লক সভাপতি পরিবর্তন করল জাতীয় কংগ্রেস। এবার নিয়ে আসা হল তাসিরুদ্দিন আহমেদকে।
আরও পড়ুনঃ Adhir Chowdhury: মুখ্যমন্ত্রী দেখছেন হাওয়া খারাপ, সংখ্যালঘুরা পালাচ্ছেনঃ অধীর
এগিয়ে আসছে বিধানসভা ভোট। সামশেরগঞ্জে গত লোকসভা ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস। ফলে একদা কংগ্রেসের গড় এই জেলায় শামসেরগঞ্জকে পাখির চোখ করেছে কংগ্রেস। তাই ভোটের আগে এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা সভাপতি মনোজ চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পার্টি মনে করেছে তাই করেছে। নিয়মমাফিক ঘটনা। এতে জল্পনার কিছু নেই।
হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, নতুন দল গঠনের মধ্যেই এদিন কংগ্রেসের এই ব্লক সভাপতি পরিবর্তন। হুমায়ুন জানিয়েছেন, তৃণমূল, বিজেপি বিরোধী যে কোনও দলের সঙ্গেই আগামী বিধানসভা ভোটে তিনি জোট করতে প্রস্তুত। ইতিমধ্যে হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির দল মিমের সঙ্গে জোট হচ্ছে বলে জানিয়েছেন সাসপেন্ড হওয়া ভরতপুরের তৃণমূল বিধায়ক।















