নিজস্ব সংবাদদাতা, বেলডাঙাঃ ভোট হয়ে গেলেও এখনও ভোট পরবর্ত্তী হিংসা চলছে বিভিন্ন এলাকায়। ভোটের পরেও সন্ত্রাসের প্রতিবাদে এবং বহু কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে মুর্শিদাবাদের বেলডাঙায় অবরোধ করল কংগ্রেস। বেলডাঙ্গাথানায় বিক্ষোভ কংগ্রেসের। কংগ্রেসের অভিযোগ, ভোট মিলটেও বেলডাঙার বিভিন্ন জায়গায় কংগ্রেস নেতা কর্মীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। পুনরায় ভোট ও কর্মীদের নিরাপত্তার দাবীতে রবিবার বেলা ১১ টা থেকে বেলডাঙা থানার সামনে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন কংগ্রেস নেতা কর্মীরা। বেলডাঙার প্রাক্তন বিধায়ক সফিউজ্জামান বলেন, “আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে। আমরা পুলিশকে জানিয়েছি। বহু কেন্দ্রে রিপোলদের দাবি আমরা জানাচ্ছি”। এদিন কার্যত লাঠি উঁচিয়ে রাস্তা থেকে কংগ্রেস কর্মীদের সরায় পুলিশ।