তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ ভোটে জেতার ৩ মাসের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস।
২ মার্চ তৃণমূল প্রার্থীকে হারিয়ে বিধায়ক হন বাইরন বিশ্বাস । মার্চ মাসেই নেন শপথ। এবার অভিষেক বন্দোপাধ্যের হাত ধরে গেলেন তৃণমূলে। নবজোয়ার যাত্রার মাঝেই বাইরন বিশ্বাস অভিষেক বন্দোপাধ্যায়ের হাত থেকে তুলে নিলেন তৃণমূলের পতাকা। ২২ মার্চ বিধায়ক পদে শপথ নেন বাইরন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে যোগ দিলেন তৃণমূলে। দলবদলে শুরু রাজনৈতিক বিতর্ক। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের একমাত্র কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিলেন অভিষেক ব্যানার্জীর নবজোয়ার যাত্রা থেকে। সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে ২৩ হাজার ভোটে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস। ২২শে মার্চ বিধানসভায় একমাত্র কংগ্রেস বিধায়ক হিসাবে শপথ নেন বাইরন বিশ্বাস। সোমবার জনসংযোগ কর্মসূচীর মাঝেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সভা থেকে অভিষেক ব্যানার্জীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকাও তুলে নেন বাইরন।