নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ লোকসভা নির্বাচনের কমিটি ঘোষণা করল কংগ্রেস। সোমবার এই কমিটি ঘোষণার কথা জানানো হয় দলের শীর্ষ স্তর থেকে। সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, “ দলের সভাপতি মল্লিকার্জুন খরগের নির্দেশ ও অনুমোদনে এই কমিটি তৈরি হয়েছে।” প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কমিটির চেয়ারম্যান করে ২৪ জনের একটি কমিটি তৈরি করেছে দিল্লি। সেই কমিটিতে প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সির সঙ্গে বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীর নামও আছে। কমিটিতে নেপাল মাহাতোর সঙ্গে আছেন আব্দুল মান্নানও।
ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলের সঙ্গে এ বঙ্গে কংগ্রেস জোট বেঁধে লড়াই করবে না কি তা এখনও স্থির যেমন হয়নি তেমনি কংগ্রেসের একাংশ নেতার একলা চলো নীতিকেও মান্যতা দেয়নি এআইসিসি। তবে সূত্রের দাবি ইন্ডিয়া জোটের আর এক শরিক সিপিএমের সঙ্গে যে গাঁটছড়া বেঁধেছে কংগ্রেস ২০১৬ সালে সেই সিপিএমের সঙ্গেই আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে চায় তারা। তবে সিদ্ধান্ত যাই হোক তার আগে নির্বাচনের কাজ গুছিয়ে নিতেই এই কমিটি বলে জানান প্রদেশ কংগ্রেসের নেতারা।