মধ্যবঙ্গ নিউজডেস্কঃ “সহো মত, ডরো মত”, কংগ্রেসের নতুন শ্লোগান। এই শ্লোগানকে সামনে রেখে আগামীকাল রবিবার মণিপুর রাজ্য থেকে কংগ্রেসের “ভারত জোড়ো ন্যায় যাত্রা” শুরু হচ্ছে। একইভাবে চলতি মাসের ২৫ তারিখ বাংলায় শুরু হবে এই পদযাত্রা।বাংলায় দুটি পর্যায়ে সাতটি জেলা জুড়ে এই পদযাত্রা যাবে। প্রাথমিক পর্যায়ে উত্তরবঙ্গে দ্বিতীয় পর্যায়ে দক্ষিণবঙ্গ হয়ে মধ্যবঙ্গে হবে পদযাত্রা। বিধানভবনে শনিবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ কথা জানান।
তিনি বলেন, “পাঁচদিন ধরে সাতটি জেলায় প্রতিদিন একশো কিলোমিটার করে এই যাত্রা হবে। কোথাও জনসভা হবে কোথাও রোড শো হবে।” তিনি জানান, প্রথমে কোচবিহার হয়ে শিলিগুড়ি পরে উত্তর দিনাজপুর হয়ে মুর্শিদাবাদে ঢুকবে ন্যায় যাত্রা। তবে রাহুল গান্ধী নিজে ওই পদযাত্রায় থাকবেন কি না তা অবশ্য জাানননি অধীর।বছর খানেক আগে ‘ভারত জোড়ো’ যাত্রা মুর্শিদাবাদে যথেষ্ট সাড়া ফেলেছিল। সেবার রেজিনগর থেকে শুরু হয়ে জঙ্গিপুর হয়ে শেষ হয়েছিল ভারত জোড়ো যাত্রা। সেখানেও দেখা যায় নি রাহুলকে। তবে ন্যায় যাত্রার আগে রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দেশবাসীকে ন্যায় বিচার পাওয়ানোর উদ্দেশ্যেই তাঁর এই ন্যায় যাত্রা।” একইসঙ্গে এই ন্যায় যাত্রার মধ্য দিয়ে সব ঘরে পৌঁছনোর বার্তাও দিয়েছেন কংগ্রেস সাংসদ।