অধীর চৌধুরীর মতো ১৯৯৬ সালে প্রথম বিধায়ক হন মইনুলও
নিজস্ব প্রতিবেদনঃ রবিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন ফরাক্কার (Farakka) প্রাক্তন বিধায়ক মইনুল হক (Mainul Haque)। তিনি ফরাক্কার পাঁচ বারের কংগ্রেস বিধায়ক ছিলেন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) মইনুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”আমার রাজনৈতিক সহকর্মী মইনুল হকের প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করছি। তিনি ফরাক্কার প্রাক্তন বিধায়ক ছিলেন এবং গত কয়েক বছরে দলের উচ্চ পর্যায়ে আমাদের সঙ্গে কাজ করেছেন। তাঁর পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাই।”
আরও পড়ুনঃ Farakka Mainul Haque প্রয়াত ফরাক্কার ৫ বারের বিধায়ক মইনুল হক
Mainul Haque এদিন ভোর ৩ টে ১৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। এদিন ফরাক্কার তিলডাঙায় তাঁর শেষকৃত্য হবে। ১৯৯৬ সালে অধীর চৌধুরী নবগ্রাম বিধানসভা থেকে নির্বাচিত হয়ে সংসদীয় রাজনীতিতে জন প্রতিনিধি নির্বাচিত হন। সেই বছর মইনুল হকও প্রথম বিধায়ক হন। মুর্শিদাবাদের রাজনীতিতে তিনি বর্ণময় চরিত্রের।













